Monday, June 11, 2018

২৫. ইতি

ইতি  !
ইতি !!
তুমিশুনছো কি ?
চিৎকারে ফেরে প্রতিধ্বনি !
অনুভবে বুঝি তুমিই ইতি ।।

তোমার নখ-স্পর্শে জ্বলে ওঠে তনুমন
জ্ঞানশূন‍্য হয়ে ছুটেচলি
দূর হতে দূরে- - -
ঐ  বুঝি তুমি !?
নাকি  মরিচীকা প্রান্তর !
সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে,গলিত লাভায় !
অঙ্গারে জ্বলন্ত মন !!

অনুভবে তোমার ক্ষণিক স্পর্শে শিহরিত মন
এ কোন বন‍্য অনুভূতি !
জাগায় পবন ,বিগলিত মন ।।

জিয়নকাঠি ছুঁয়ে দাও যদি
পারি সব ছেড়ে যেতে
হারায়ে  জিতি
  ইতি---------- !?
তুমি শুনছো কি ?
মন তুমি শুনছো কি !?
           
                        এ এফ এম বাইতুল্লা

Saturday, June 9, 2018

২১ . ঈদ্-উল -ফেতর্

আকাশে চাঁদ হাসে
বাতাসে পুলক লাগে
ত্রিশ সিয়াম  বিদায় শেষে
ঈদ-উল -ফিতর্ আসে ।।

সাওনে তাক‌ওয়া মোমেনগণে
পঞচতন্ত্র বশে পূর্ণাত্মা জাগে
রাইহানে ফরমানে
বন্দী শয়তানে ।।

সেহেরীতে অন্নমুখে মাগরীবে ফলাহার
পচ্ঞপ্রহর নির্জলা-অনাহার !
সাওন  মানে উপোস নয়,এক কঠিন সংযম
যা তাক‌ওয়ায় সহায়ক ।।

শবে কদরের রাত
বান্দা  পড়ে নামাজ  কেরাত
প্রভাত ফেরে। জাগে
ত‍্যাগের স‌ওগাত ।।

বিকিকিনি লাচ্চা -সিঁমুই
হাট বাজারে হিড়িক
রাতের পরে  ঈদগা-মাঠে
নামাজ পড়ার ভিড় ।।

নামাজ সেরে দেশ -দশে
করি আলিঙ্গন
দ্বেষ -বিদ্বেষ অহং ভুলে
মিলি সকল জন ।।

ঈদের খুশি সবখানেতে
আনে খুশির রব
ঈদ হল সংযম
একমিলন-উৎসব ।।
   
                     ----এ এফ এম বাইতুল্লা

১৪ . আজ আর খুঁজিনা তোমায়

আজ আর খুঁজিনা তোমায় !
      মিডিয়ার   দুনিয়ায়
আজ আর খুঁজিনা তোমায় !
খুঁজি তোমাকেই আজ - - - -
ফেলে শত কাজ
এই ঘাসফুলে আর  কলমি-লতায়
আজ আর খুঁজিনা তোমায় !!

আজ আর খুঁজিনা তোমায়  !
ফেবুর   পাতায়   পাতায়
আজ আর খুঁজিনা তোমায়  !
খুঁজি তোমাকেই আজ -----
            ভুলে যত লাজ
এই বনফুলে আর  মালতী-লতায়
আজ আর খুঁজি না তোমায়  !!

আজ আর খুঁজিনা তোমায়   !
ইনস্টার লতায়-পাতায়
আজ আর খুঁজিনা তোমায়  !
খুঁজি তোমাকেই আজ ------
           যত অসহায় শিশু ------
আর কিশলয়ের পাতায়
আজ আর খুঁজিনা তোমায়  !!

আজ আর খুঁজিনা তোমায়  !
আশায় -আশায় আর রৌদ্র- ছায়ায়
আজ আর খুঁজিনা তোমায়  !!
খুঁজি তোমাকেই আজি
যত মনভাঙা পাখি
স্বপ্নেরাতি  , হয়ে স্বপ্নে সাথি
স্বপ্নের মায়াজাল বুনি ।।

আজ আর খুঁজিনা তোমায়  !
টুইটে- মিডিয়ায় - - - -
খুঁজি তোমাকেই আজ
ফেলে শত কাজ
এই ঘাসফুলে আর কবিতা-খাতায়
আজ আর খুঁজিনা তোমায়  !
আজ আর খুঁজিনা তোমায়   !!
                              --------- এ এফ এম বাইতুল্লা

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...