ইতি !
ইতি !!
তুমিশুনছো কি ?
চিৎকারে ফেরে প্রতিধ্বনি !
অনুভবে বুঝি তুমিই ইতি ।।
তোমার নখ-স্পর্শে জ্বলে ওঠে তনুমন
জ্ঞানশূন্য হয়ে ছুটেচলি
দূর হতে দূরে- - -
ঐ বুঝি তুমি !?
নাকি মরিচীকা প্রান্তর !
সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে,গলিত লাভায় !
অঙ্গারে জ্বলন্ত মন !!
অনুভবে তোমার ক্ষণিক স্পর্শে শিহরিত মন
এ কোন বন্য অনুভূতি !
জাগায় পবন ,বিগলিত মন ।।
জিয়নকাঠি ছুঁয়ে দাও যদি
পারি সব ছেড়ে যেতে
হারায়ে জিতি
ইতি---------- !?
তুমি শুনছো কি ?
মন তুমি শুনছো কি !?
এ এফ এম বাইতুল্লা