Friday, August 31, 2018

৪১ : আমার চোখে ভালোবাসার সংজ্ঞা :

ভালোবাসি ভালোবাসি
মন কহে হাসি-হাসি ,
ভালোবাসি ভালোবাসি
দুটি হৃদয়ের আঁকিবুঁকি ।
ভালোবাসা দুই হৃদয়ের মিলন না বিরহ ??

ভালোবাসা কি ?
প্রেম না অর্ধনগ্না শরীর  ?
যদি তুমি প্রবিষ্ট হ‌ও গভীর থেকে গভীর
জেনো সে এক মহান নাম
ক্ষুদ্র-গন্ডিতে বাঁধা পড়ে না তার ধাম ।

ভালোবাসা কি  শুধুই ভালোলাগা ;
নাকি মনে মনে কথা বলা ?
বিশ্বাসে খেলে যাওয়া দুটি মন ?
যা না পেয়ে শুধু মনে করে করে
দু-ফোঁটা  চোখের জল  !

ভালোবাসা  কি - - -
মনের আকাশে ধেয়ে আসা ঝড় ?
নাকি উন্মত্ত পাগল-পারা ! ?
মানে-অভিমানে অশ্রু-বিগলিত নয়ন
আর কাকভেজা প্রতিকী স্মরণ !!

ভালোবাসা কি অনুভব ?
সে কি জানেনা হারতে ?
গভীর অচেতনে, কেহ আসে হৃদয়-দ্বারে
চাহেনা সে শরীর ,
অপেক্ষমান জেনো ।

ভালোবাসা কি সমান্তরাল পথ ?
নাকি চড়াই-উতরাই,কন্টকাকীর্ণ !
যদি এপথে এসে
পদপৃষ্টে ফোটে কাঁটা
জেনো বিদ্ধ তুমি ।

বাক‍্য-বাণে যদিও হৃদয় হয় ক্ষত-বিক্ষত
তবুও সে রহে হৃদি পরে অক্ষত ।
কোনো এক শাওন-রাতে,
সীমাহীন অথৈ দৈরায়
সে এক পানসি নৌকা !!

                         --------এ এফ এম বাইতুল্লা
                                        ০১/০৯/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...