কর্মসূত্রে ঘুরে বেড়াই
চট্টা ,বাটা,বজবজ,নৈহাটি,পানিহাটির বিভিন্ন প্রান্তে ।
প্রত্যহ চলার পথে দেখি বিভিন্ন ঘটনা ,
কিছু স্মরণে ,কিছু বিস্মরণে ।
ছোট্ট ছোট্ট ঘটনাগুলো ,একটা গল্পের রূপ নেয় ।
আজকাল একটা ঘটনা প্রায়ই লক্ষ্য করছি ,
তাই লিখছি ।
প্রতিদিনদেখি দোকান-বাজার ,রাস্তায়
কত-রকমের মানুষ ,তাদের কত রকম চাহিদা !
কেহ কিনছে ,কেহ বেচচে,কেহ নিজেই বিকোচ্ছে !
কত অসহায় মানুষ ! দুমুঠো অন্নের জন্য ,
দোকানে -বাজারে ,বাসে-ট্রেনে,এমনকি অফিস-বাড়িতে,ফ্লাটে-ফ্লাটে ঘুরছে ।
এদের মাঝেই দেখি
এক বুড়ি ,গায়ে সাদা মলিন থান,
পায়ে ছেঁড়া চটি দড়ি দিয়ে বাঁধা ,
খসখসে কোচকানো চামড়া ,
রোদে-জলে তামাটে হয়েছে বটে ।
দুটি টাকার জন্য, এদিক ওদিক দৌড়াচ্ছে ,
মুখে বুলি ,দুটি টাকা দিবে বাবু ?
খালি ঝুলিতে কখনও আওয়াজ ওঠে , কখনও নয় !
অথচ ,গতরখাকী ওরা ?কাঙালীপনায় !
ছুটছে শুধু ছুটছে ! হৃষ্টপুষ্ট শরীরে দিব্যি চলাফেরা
করছে ।
ঝুলিতে ঘন ঘন ঠং ঠং আওয়াজ তুলে ।
মিথ্যার আকড়ানী, মিথ্যার শত শত বুলি
ভার বাড়ায় ঝুলির ।
বুড়ি নীরবে এসব দেখে
বোধ হয় ,সেও বুঝে ফেলে আগাগোড়া ।
সিক্ত চোখ ,শূন্য থলি ,
বয়সের ভার , বুদ্ধিতে শান ।
বুড়িও শুরু করলো ,
খোঁজ চলল রোজ রোজ ,
সোনাগাছি,নৈহাটি,পানিহাটি,বারাসাত,বজবজ ।
খোঁজ,খোঁজ,খোঁজ!
হ্যাঁ,মিলেছে; মাংসের খোঁজ ।
দেখি,বুড়ি এখন একা নয়, দোক্কা
ছুটছে এদিক ওদিক, মাংসের ফেরি
লোলুপ চোখগুলোও ঘুরছে,তারাও গন্ধ পেয়েছে ।
বুড়িকে আবডালে পেয়ে,কিযে বলাবলি করে !?
কিসের সওদা ?কিসের লেনাদেনা ?
বুড়িও সওদা শিখলিয়া ----
এক হাত মে রূপিয়া দে দো
অর এক হাত সে মস্তিয়া লে লো
হা হা হা হা !!
----------এ এফ এম বাইতুল্লা
২১/০৮/২০১৮
No comments:
Post a Comment