নীল আকাশের দেশে
পানসি ডিঙারে মোর ভাসে ,
রাশি -রাশি মেঘপুঞ্জ তুলা
মনেতে দেয় দোলা ।।
নীল আকাশের দেশে
মন ফেরে নিরুদ্দেশে ,
যখনি তোমায় খুঁজি
তুমি কোথাও হারাও বুঝি !!
মেঘের সনে চুপে
মেঘনাদের ঐ রূপে
শত সহস্র বাণ ছুঁড়ে
বিদীর্ণ কর হৃদয় - - -
ওহৃদয় হরা চূমে ।।
শত সহস্র যোজন দূরে
তপ্ত বালুচরে ,
কঠিন পাথরে মাথা কুটে
এ মন তোমায় খুঁজে ফেরে !!
নিবিড় নিশুতি রাতে
নীরব রহি শুধুই চক্ষু মুদে
মনের আকাশ -পটে
লাল রক্ত-গোলাপ ফোটে ।।
------------এ এফ এম বাইতুল্লা
০৭/০৮/২০১৮
No comments:
Post a Comment