Saturday, August 11, 2018

২০ : জানিস মিথ‍্যা বলেনা কবি

স্বপনে - শয়নে
আজো মনে পড়ে তোরে
আজো ফিরে যাই তাই
ক্লাসরুম আর কলেজ বারান্দায় ।।

আজো ঘুম-ভাঙা পাখি
আলো আঁধারিতে দেখি
তোর মুগ্ধ প্রতিচ্ছবি !
জানিস মিথ‍্যা বলেনা কবি ।।

আজো স্বপ্নে-রাতে
তোকে মনে করে করে
স্বপ্নে পাখি ,   আঁকে তোর ছবি !
জানিস মিথ‍্যা বলেনা কবি ।।

আজো মনে পড়ে তোকে
সেই কলেজের ফ‍্যাংশনে
কবি আঁকে সেদিনের ছবি
জানিস মিথ‍্যা বলেনা কবি ।।

ফেলে আসা দিন ,স্বপ্নে রঙিন
কবি কবিতায় খোঁজে ,তোরে প্রতিদিন  !
অ্যকোরিয়াম আর  গোল্ডফিসে ছিল তোর হবি
জানিস মিথ‍্যা বলেনা কবি ।।

আজো অনুভব করি
এক সুতলিতে আছে  বাঁধা
ঐ মন তোরি
জানিস মিথ‍্যা বলেনা কবি ।।

অলিগলি শহরে-পথে
আজো মনে পড়ে তোরে
সেই এলোমেলো চুলে
আমারে কি গেছিস ভুলে  !?

যত কথা মনে-গোপনে
ঐ  পাওয়া না পাওয়ার  তুলির টানে
একদিন ঠিক তুই পৌঁছে যাবি
জানিস মিথ‍্যা বলেনা কবি  ।।

     
                  ----------এ এফ এম বাইতুল্লা
                                        ১২/০৮/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...