Tuesday, August 7, 2018

১৭ : :বর্ষাবালিকে ::


কালবোশেখে দিবাশেষে তোমার আর্বিভাব
কাজল-কালো নয়নমেলে পাড়ো কালের ডাক ,
পাক-পাখালি আকাশ পথে করে যে হাঁক-ডাক ।
ধরণীপরে ঘরণী মায়ে বাজায়ে যত শাঁক ,
আগমণীর আগমনে বাজাও তোমার ঢাঁক ।।

      এলে কি সেই তুমি  ! ভাসায়ে কত পথ  ??
      হয়ে এলাকেশী  ঝরো অবিরত ।
      আবার  অভিমানিনী ,রয়েছো কর্মে বিরত ।
       কখন‌ও দেখি  ,তোমাকেই আমি ঘটাতে সুনামি
       ভাঙিয়া কূল ,আকূল-ব‍্যাকূল শাখী  !!

আবার কখন‌ও মাতৃসম ঝরায়ে স্তন‍্যদুগ্ধ
পুষ্ট করেছো শুষ্ক মৃত্তিকা  - - - -
করেছো হৃদয় মন্ত্রমুগ্ধ !
আবার কখন‌ও বাদল নামে ,দাঁড়ায়েছ দ্বারে দ্বারে
জল-পিছল ছপাৎ ছপাৎ শব্দ  ওঠেছে মাঠে-ঘাটে ।।

আবার কখন‌ও উদাও তুমি ,ও উদাসী বামুন মেয়ে !
ছলাৎ ছলাৎ ফিরিছ গাঙে ,কাঁখেতে কলস রহে ।
আবার কখন‌ও ঘনঘটা মেঘে ,বজ্র-বিজলী চাহনি
যৌবন-জোয়ারে ভেসে ভাসাও  ধরণী ।।
আবার কখন‌ও শ‍্যামার রূপে ,সাজায়েছ শ‍্যামবনানী

আবার কখন‌ও কদমের শাখে, দেখি তোর হাতছানি
করবী,কেতকী,কামিনীর নামে সাজাও  ধরণী ।
আবার  শরতে বাতাসে ভাসায়ে পালের ডিঙা
              কাশফুলে তাই ফুলে ফুলে সাদা
          জাগে  মনে জাগে পূজার সে বাজনা  !!

              --------------এ এফ এম বাইতুল্লা
                                         ০৮/০৮/২০১৮

           
                                                                  

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...