Friday, August 3, 2018

০৮। : বন্ধু বিদায় ---!!

বন্ধু এসেছি তোমার দ্বারে
খানিক সময়  ,রবো তোমা পাশে
নোঙর রয়েছে পড়ি
হৃদয়ে ফুটেছে কুঁড়ি ।।

ঝিরি ঝিরি বারি চলে বরষণ
বন্ধু আজি দাও হে দরশন
বন্ধু তবো না সাজাও সাজি ,দাও ধিক শতবার
হানো বারিসম , আঘাতে আঘাত --
ক্ষত-বিক্ষত করো এ হৃদয়দ্বার ।।

জানি তুমি মানি বড়ো অভিমানী ---!!
অকূলেই পাড়ি
দিলাম ছাড়ি
সহিতে না পারি , এ হৃদয়ভার !!

যবে মোর আত্মা ,পাবে ওপারের বার্তা
অন্তিম‌ও যাত্রায়- - - -
পিছু হতে তুমিদিও হাতছানি
এ মোর পরম পাওয়া ।।

যদি কোন দিন ,মনে পড়ে  তমো ঋণ
জ্বালিও  মম সম স্মৃতির‌ ধূপখানি  !
গগনে ভাসিবে মোর স্মৃতিভস্মের ধূলি
পবনে বহিবে মোর কামনার কামরতি ।।

                    --------------এ এফ এম বাইতুল্লা

                                               ০৪/০৮/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...