বন্ধু ,তুমি কী যাবে ঐ নীল সমুদ্রপারে ?
যেথায় সাগরের জল খেলা করে
রঙ-বেরঙের পাখি, কাটে আঁকেবুঁকি
রেখে যায় পদচিহ্ন !
বন্ধু , তুমি কী যাবে ঐ নীল-সমুদ্র পারে ?
যেথায় ,জলস্রোতে মুছে যায় রেখা
মোছেনা একতারায় বাঁধা , সুরেলা আবেশ !
বন্ধু , তুমি কী যাবে ঐ নীল সমুদ্র-পারে ?
যেথায় বিরহ-বিধুর আবেগের গান ,গায় সমুদ্র-পাখি
অশ্রু-সজল ধোয়ায় আঁখি !
বন্ধু ,তুমি কী যাবে ঐ নীল সমুদ্র-পারে ?
যেথায় যত অভিমানী মন,কেন যে হারে ! বন্ধু ,তুমি কী যাবে ঐ নীল সমুদ্র-পারে ??
----------- এ এফ এম বাইতুল্লা
২৯/০৮/২০১৮
No comments:
Post a Comment