Monday, August 27, 2018

৪০ : বন্ধু , তুমি কী যাবে !

বন্ধু ,তুমি কী যাবে  ঐ নীল সমুদ্রপারে ?
যেথায় সাগরের জল খেলা করে
রঙ-বেরঙের পাখি, কাটে আ‌ঁকেবুঁকি
রেখে যায় পদচিহ্ন !

বন্ধু  , তুমি কী যাবে  ঐ নীল-সমুদ্র পারে ?
যেথায় ,জলস্রোতে মুছে যায় রেখা
মোছেনা একতারায় বাঁধা , সুরেলা আবেশ !

বন্ধু  , তুমি কী যাবে  ঐ নীল সমুদ্র-পারে ?
যেথায় বিরহ-বিধুর  আবেগের গান ,গায় সমুদ্র-পাখি
অশ্রু-সজল ধোয়ায়  আঁখি !

বন্ধু ,তুমি কী যাবে  ঐ নীল সমুদ্র-পারে ?
যেথায় যত অভিমানী মন,কেন যে হারে !           বন্ধু ,তুমি কী যাবে ঐ নীল সমুদ্র-পারে ??

            ----------- এ এফ এম বাইতুল্লা
                                ২৯/০৮/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...