Monday, August 6, 2018

১৩ .স্বপ্নে রাখী

রাতের শেষে ঘুমের দেশে
ওঠছে রাখী  দুলছে শাখী
বলল পাখি খুলতে আঁখি
জাগবে শহর পাড়া ।।

মায়ের বোলে কলের জলে
আলতো করে মুখটি ধুয়ে
টিফিন করি চা-বিস্কুটে ।।

আট-টা হলে পড়ার ঘরে
মা তখন রান্না  করে
বাবা কহে ব‍্যস্ত-স্বরে
কহেন রাখী ,  মা কি করে ??

প্রশ্ন করি মায়ের কাছে
বাবা যদি অফিস কর
তুমি কেন রান্নাঘরে !!

মায়ের চোখে জল করছে টলমল
কহে স্বপ্ন  আমার রাখী
পড়াশোনার প্রতি কোরোনা আর ফাঁকি ।।

                  -----------এ এফ এম বাইতুল্লা
                                             ০৭/০৮/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...