Sunday, August 5, 2018

১১ . তুলিরঙ

বুকের অন্তঃস্থল হতে
যদি ঝরে পড়ে
কয়েক ফোঁটা তুলিরঙ ,
             তবে
কি লিখি কি লিখি করে মন !
কি লিখি কি লিখি করে মন !!

সকাল ,দুপুর -সাঁঝে
হৃদয়-বীণায় বাজে
সাদা-পাতার মাঝে
কি লিখি কি লিখি করে মন !
কি লিখি কি লিখি করে মন !!

মনের আকাশ ছুঁয়ে ,স্মৃতির পাতা জুড়ে
দুই নয়নের মাঝে ত্রি-নয়ন যদি সে থাকে
পড়ে নিও তবে - - -  - -
দুই-লাইনের মাঝে না-বলা কথা যে রহে
কি লিখি কি লিখি করে মন !
কি লিখি কি লিখি করে মন !!

সেই সেদিনের স্মৃতি , সংসারে কি রীতি
ভাবি দিবা-নিশি
তাইতো বাঁধি গীতি
কি লিখি কি লিখি করে মন !
কি লিখি কি লিখি করে মন !

যদি কোনদিন
বাজে  তোর মনবীণ
শুধে দিব মোর যত ঋণ ।।

বুকের অন্তঃস্থল হতে
যদি ঝরে পড়ে
কয়েক ফোঁটা তুলিরঙ
             তবে
কি লিখি কি লিখি করে মন !
কি লিখি কি লিখি করে মন !!

               ------------এ এফ এম বাইতুল্লা

                                      ০৫/০৮/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...