Monday, August 6, 2018

১২. বারোমাস‍্যা

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর উদাস গাঙে টান
মন মাতলে জোয়ার-বানে উথলে ওঠে প্রাণ  ,
আষাঢ়েতে বাদল নামে নূপুরেরি তান
শ্রাবণ মাসে অঝোর ধারায় ভরায় যে মন-প্রাণ ।।

ভাদ্রমাসের  আদ্র হাওয়া সম্পৃক্ত রয়
মেঘ-রোদ্দুর তপ্ত দুপুর সদা উদয় হয় ।
আশ্বিনেতে আশি পশলা বলেন গুণীজন
মনভোমরা মধুর তরে তোলে যে গুঞ্জন ।।

কার্তিকেতে শুভারম্ভ সোমের আর্বিভাব
শীতের বুড়ি আসছে বুঝি গুটি গুটি পায় ।
অঘ্রাণেতে সোনার মেয়ে , আসবে ঘরে-ঘর
সেই খুশিতেই চাষার বৌয়ের চোখের কোণে জল ।।

পৌষ-মাঘে রসপুঞ্জে রসের আড়ম্বর
পায়েস-পিঠা জাগায় মনে স্বাদের সাড়ম্বর ।
ফাগুনেতে হাওয়ার বদল ,মনের বদল হয়
মনের খাঁচায় বদ্ধ পাখি সেও তো কথা কয় ।।

বছর শেষে আসে দেশে বিদায় চৈত্র মাস
তখন দেখি সকল চাষী বপন করে পাট ।
বৈশাখেতে নূতন বছর ,আসছে নূতন দিন
সেই খুশিতেই  সকল প্রাণে জাগুকস্বপ্ন-রঙিন ।।

জৈষ্ঠ‍্য মাসের শ্রেষ্ট ফলন ,ফলের সেরা আম
সূর্যিমামা ভীষণ তেজে জ্বলে দিনমান ।
মনপাখিটায় জ্বলে-পুড়ে পায়না মনের দাম
তাইনা বুঝি মন-চাতকে জপে শ‍্যামের নাম ।।

                             -------------এ এফ এম বাইতুল্লা
                                                       ০৬/০৮/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...