Wednesday, August 15, 2018

৩৪: ফাগুনে আগুন

ষাটে এসে সেঁটে আছি ,দেওয়ালের কাছে
ভেবেছো , মরে গেছি ?
না  ,মরেনি জীবন ---- !
দেখেছো ,কাঠ-কয়লা জীবন ! ?
তার‌ও মাঝে প্রাণ আছে
আছে অঙ্গারে জ্বলন্ত মন !
শুধু একবার ,ভালোবেসে এসো কাছে
চকমকি আছে ?
দাও জ্বেলে মন-প্রদীপে আগুন ,
নিঃশেষে জ্বলে ,দিয়ে যাই জ্বেলে
জগৎ-সংসারে ,ফাগুনে আগুন !!

                  ----------এ এফ এম বাইতুল্লা
                                        ১৬/০৮/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...