চোখ বন্ধ করে অনুভব করি
দুই নয়নের মাঝে , অদ্ভুত এক চিহ্ন !
নিজেরে হারাই অচলায়তনে ,
ফিরে যাই যুগ যুগ পিছনে ।
বিপরীত দুই সত্ত্বা ; আদি মাতা-পিতা
সৃষ্টির উন্মত্ততায় নিবেদিত ।
দাঁড়াশের ন্যায় গতিশীল ,পুচ্ছ নিয়ে - - -
ছুটে চলেছে সৃষ্টি ,
সমস্ত বাঁধা অতিক্রম করে ছুঁতে হবে সৃষ্টির আধার ,
অসীম শক্তি নিয়ে মরণপণ লড়াই
কেটে দেয় বিস্ময়সূচক চিহ্ন - - -
সৃষ্টি না ধ্বংস ?
আদি-অনাদি কাল ধরে এ রহস্য ঘনীভূত !
শ্রেষ্ঠজীব ভুলপথে এলোপাথাড়ি ,
ফায়ারিঙ স্কোয়াডেই শেষ হয়ে যায় সৃষ্টি !
জীবনের দাঁড়ী , দাঁড়ী নিয়া , দাঁড়িতেই সমপিত
আঁকে প্রশ্নসূচক চিহ্ন - - -
শেষ না শুরু ??
------------এ এফ এম বাইতুল্লা
১৮/০৮/২০১৮
No comments:
Post a Comment