আয়না বুড়ি রঙিনচুড়ি
আয়রে ছুটে আয়
আয়না ছুঁড়ি নূতন শাড়ি
আয়রে ছুটে আয়
গয়নাগাটি দাঁতেরপাটি
আয়রে নিয়ে আয় ।।
নকল চুলে নকল ফুলে
সাজিয়ে দেবো আজ
তিনকুড়ি আজ কুড়ি হয়ে
সাজবে ছুঁড়ির সাজ ।।
নুড়ো বুড়ো ভুলো হুলো
সেওতো দিলখোলা
এমন রঙে রাঙিয়ে দেবো
হবেও সে মনভোলা ।।
ছোঁড়াছুঁড়ি বুড়াবুড়ি সাজবে নূতন সাজে
হরেক রকম সেলফি করে
মন ভাসায় ফেবুর দেশে ।।
ছুঁড়িগুলা সব ছোঁড়া সাজে
ছোঁড়াগুলা সব ছুঁড়ি
বুড়াবুড়ি ঐ কুড়ির সাজে
দিচ্ছে হামাগুড়ি ।।
কাঠবেড়ালি খেঁকশিয়ালী
তারাও না যায় বাদ
বকধার্মিক সুযোগ বুঝে
বোনে মনের ফাঁদ ।।
পদবীতে চট্টভট্ট সেনগুপ্ত চাকী
আসলেতে নকলেতে
দিচ্ছে চোখে ফাঁকী ।।
প্রেমিকযুগল অষ্টপ্রহর
কাটায় সেলফি-চ্যাটে
অলস প্রেমিক আলসেমিতে
ভাসে ফেবুর দেশে ।।
ফেবুর দেশে রাতের শেষে
স্বপ্নগুলো মাথায়
লিখছে প্রেমিক হরেক কথা
মন ভাসায় ফেবুর পাতায়
এসো
এমনি করে ফেবুর দেশে যাই ভেসে যাই সবাই ।।
---------এ এফ এম বাইতুল্লা
১৩/০৮/২০১৮
No comments:
Post a Comment