আমি দেখি যা তোমরাও দেখো না
যদি দেখো মোর চোখে ,
দেখবে অবাক পৃথিবী তোমায়
ডাকে সাদর নিমন্ত্রণে ।।
আমি দেখি যা তোমরাও দেখো না
যদি দেখো মোর চোখে
দেখবে অবাক পৃথিবী তোমায়
নিয়েছে আপন করে।।
ধরণীর মায়ের বুকে আছো যারা সুখে
ধরণী মায়ের প্রশস্তি গান গাইছো মুখে মুখে ।
আসল কাজে ফাঁকি কাটছো সবুজ সাথী
মায়ের বুকে অস্ত্র হানার রইলো কি আর বাকী !!
হিমালয়ের বরফ গলে যেন মায়ের চোখের জল
উষ্ণায়নের বিষবাস্পে ভরাও ভূমিতল ।
দালানবাড়ি নিলে কাড়ি গড়তে শহর-ইমারত
মায়ের বুকে পাথর রেখে চালাও যন্ত্রদানব ।।
সাগর জলে অতল-তলে তোমার আগমন
যেথায় মৎস্যপ্রাণীর হাঙর-তিমির অবাদ বিচরণ ।
আকাশপথে হাওয়াই রথে তোমার গতিবিধি
শূন্যপথে খেচরবুকে বাজাও শঙ্কাধ্বনি !!
সাগরকূলে দিচ্ছো ঢেলে তরলজাত বিষ
এমনি করে ধরণীমাকে করবে কি নির্বিষ !?
মাতৃবক্ষ গভীর ক্ষতে করছো ফালাফালা
জীবন নামে জলের ঘরে দিচ্ছো এঁটে তালা ।।
শস্যভক্ত শুষছে রক্ত চলছে ফসলবোনা
অন্তরীক্ষে মাতৃদুগ্ধে মিঠাপানি আজ লোনা ।
মাতৃবক্ষে ভীষণ জ্বালা চলছে সারাক্ষণ
সুনামীতে ভূ-কম্পন তারি প্রতিফলন ।।
অস্ত্রশস্ত্র অর্থ আর সাম্রাজ্যবাদী নীতি
হানে প্রকৃতির স্বাভাবিকতার রীতি ।
সময়-স্রোতে গড়ছে যত শহর-মরুভূমি
অমৃতের নামে বিষপেয়ালায় দিচ্ছো ভরা-চুমি ।।
দ্বেষ-বিদ্বেষ, দ্বিধা-দ্বন্দ্ব ঝরায় মায়ের চোখের জল
এমনি করে মৃত্যুমুখে চলছি মোরা শ্লথ ।
সবুজারণ্য হারিয়ে বন্য আসছে লোকালয়ে
যুক্তি-তর্কে সজ্ঞানেতে চলেছো মৃত্যুপানে !!
মায়ের যত যন্ত্রনা সব লাঘব হবে তবে
শ্যামল শোভায় শোভিত হবে, বসুন্ধরা যবে ।
সৃষ্টি বৃষ্টি মিষ্টি হবে তোমার হাতেই সবে ।।
-------------এ এফ এম বাইতুল্লা
০৮/০৮/২০১৮
No comments:
Post a Comment