আজো মফঃস্বলে ,নেতারূপ জমিদার মেলে
চেহারায় যাই হোক ঢঙে জমিদার
জমিজমা নাই থাক আছে হাঁক-ডাক
বাক্যের বুলিতে ছেড়ে যায় হাঁফ ।।
ভুরি ভুরি টাকা তার আছে গাড়ি-বাড়ি
স্বভাবেও খায় নাকি আধপোলা নাড়ী ।
ঈদ-পূজা সবেতেই করে দান-ধ্যান
মজদুর ঠেলাগাড়ি পায়না মজুরির দাম ।।
আম খেয়ে আঁটি ফেলে মনের খেয়ালে
নেতারূপ ঢঙেতে নাকি সবকিছু চলে ।
আমগাছে আম ফলে জামগাছে জাম
দূষিত রক্তে জন্মায় বেইমান ।।
কালে কালে কলেবর বদলায় রূপ
দেখো সবে দেখে যাও জমিদার স্বরূপ ।।
পাজি গাজী হাজী সাজে আসে-যায় তাজে
সাহেবের টুপি পরে যায় অকাজে ।
পুরুতের টিকি মাথা পৈতে দাদা
তসবির মালা জপেও মনে থাকে কাদা !
বজ্জাতি ধুয়েমুছে হোক তবে সাদা
ভায়ে ভায়ে মিলি সবে নাহি কোনো বাধা ।।
------------এ এফ এম বাইতুল্লা
১৫/০৮/২০১৮
No comments:
Post a Comment