Monday, August 13, 2018

২৪: নিঃস্বার্থে ছাড়

মনের অভিসারে
তোমার অগোচরে
ছিলেম ভালোই বেশ ,
এখন আর আগের মত
পাইনা তোমার আবেশ !

লাটাই ঘুড়ির ঐ সুতোটি কাটতে তুমি চাও !
ফেলে-আসা বাদলা দিনের স্মৃতিচিহ্ণ মুছে দাও !
স্মৃতির টানেই খুঁজি আবেশে তাই পুঁজি ।।
মনের-খাঁচা দিলেম খুলে যাওগো ভেসে যাও
রঙিন-দেশে পাবে স্বপ্নভরা নাও ।।

ডাকবো নাহে পিছু
  চাইবো নাগো কিছু ,
স্মৃতির নোঙর নিলেম  তুলে
ভাসান দিলেম বিদায় ফুলে
      যাওগো ভেসে  যাও !!
  

হরেক-ফুলে গাঁথা মালা
      দিলেম খুলে হায় !
মন আকাশে সাদা-তুলা
ভাইস‍্যা ভাইস‍্যা যায় !
যায়গো ভাইস‍্যা যায় !!

           ------------এ এফ এম বাইতুল্লা
                                  ১৫/০৮/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...