অনেকগুলি বসন্ত পেরিয়ে - - -
কোয়েল আর বাসন্তির সোহেল
এখন অনেক অভিজ্ঞ ।
দুজনেই কথা বলে ধীরে,
সূর্যাস্তে , পাখিরা যেভাবে ফেরে নীড়ে ।
হয়তো তারাও , স্মৃতির মালা গাঁথে ধীরে -ধীরে ।
ধূ ধূ প্রান্তরে ,চিক্ চিক্ করে বালি
স্মৃতির পাতায়, ভেসে ওঠা স্মৃতিকণাগুলি !
খাঁ খাঁ করে মন ,
তার মাঝে পোড়ে, অমূল্য-রতন !!
শূন্যে উড়ন্ত কপোত
রেখেছে শপথ
"ভোলেনি তোমায়
চলেছে মনের ভুলে,
মনের বাঁধন খুলে
তোমায় রেখেছে তুলে
হৃদয়-সিংহাসনে "।।
তবে কেন তোর
চোখের কোণে জল ! ?
করছে ছলো-ছল
আজ মন বড় চচ্ঞল !!
-----------এ এফ এম বাইতুল্লা
০৪/০৯/২০১৮
No comments:
Post a Comment