Friday, September 21, 2018

৪৭ : প্রতিবাদ

যতবার তোরা ছুঁড়বি গুলি- - -
বুকেতে কিম্বা মাথায় ,
ততবার আমি উঠব জ্বলে - - -
গানে আর কবিতায় ।

যতবার তোরা ছুঁড়ে দিস বিষ - - -
দেশ ছাত্রী-যুবার মুখে
ততবার আমি কবিতায় গানে- - -
সাড়া জাগাব জনে-প্রাণে ।

যতবার তোরা ছুঁড়বি গ্ৰেনেড- - -
তাজা বোমা আর গুলি ,
তাজা তরুণের রক্তের বিনিময়ে - - -
উদিবে সে নূতন দিনের রবি ।।

               --------- এ এফ এম বাইতুল্লা
                                 ২২/০৯/২০১৮
                                   

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...