Tuesday, September 11, 2018

৪৪: মন ভালো নেই


তপ্ত দুপুরে , দাবদাহের ধুম
আহ্নিকান্তে নিশ্চিন্তে ঘুম ,
অপরাহ্নে আকাশের বুকে মেঘ
গোধূলিতে সিঁদুরকোটা রঙ ,
সন্ধ‍্যায় ,থমথমে বনবীথি
না ,না মন ভালো নেই !

দূরে ঐ দূরে মাঠের আল বরাবর
ক্রমশ সরু হয়েছে পথ
যেন কার রঙহীন সিঁথি !
মাঠ,বন সারি  সারি কাশফুল ফেলে
ছুটে চলে মন দূরে দূরে,পড়ন্ত রোদ্দুরে
না, না মন ভালো নেই !!

ক্রমে আঁধার নামে
বাতাসের মাঝে অশরীরি আসে
দূরে ঐ দূরে কোন আদুল গাঁয়ে
 কাদের মেয়ে ,স্বপ্নের মালা গাঁথে ?
না,না   মন ভালো নেই !
একদম মন ভালো নেই !!

ক্রমে ঘন হয় রাত ঘুম ঘুম ভাব
শুনি টুং টাং ধ্বনি ,আসছে আগমনী
পূজো পূজো ভাব ঠেলে কষ্ট-অভাব
বাঙালির ঘরে আনন্দ উপছে পড়ে ।
দূরে দূরে কাদের ঘরে ?
স্বদেশ-বিদেশ হতে কন‍্যা-সহোদর ফেরে ।

স্বদেশ ছেড়ে যারা ব‍্যস্ত বিদেশ-বিভুঁইয়ে
ব‍্যস্ত, বড় ব‍্যস্ত ,বড় ব‍্যস্ত জীবন !
কাজ আর কাজ ।
ভুলেছে দেশ-কোলকাতা
আর পূজো পূজো ভাব
না ,না ! মন ভালো নেই !

পূজা আসছে ,দেবী  আসছে
 সবাই ফিরেছে কি ! সব ঘরে ঘরে ?
 আলো জ্বলেছে কি  ? সব মন-প্রদীপে !
নাকি আলো জ্বলবে ,কিছু মন‌ও পুড়বে !
না না মন ভালো নেই !
একদম মন ভালো নেই ! !

                    ------------এ এফ এম বাইতুল্লা
                                        ১১/০৯/২০১৮

           

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...