Monday, September 17, 2018

৪৫ : মোনা

শরৎ মেঘে-মেঘে
আকাশ বুঝি সাজে
ঘন্টা-কাসর বাজে
দূর আকাশে চাইয়া মোনা ------
উদাস কেন মনে ?

ছোট্ট সে এক টিয়া
করছে কিঁয়া কিঁয়া
খাঁচায়বন্দী হয়ে -----
নাচায় পুচ্ছখানা ।

স্বপ্নে রঙিন ডানা
উড়তে যে তার মানা,
অনেক খানি পথ
যায় ভেসে তার রথ ।

সকাল দুপুর সাঁঝে
সে স্বপ্নে ডানা মেলে
মন পথিকের সনে
মোনা সদাই হাসে-লাজে ।

         -----------এ এফ এম বাইতুল্লা
                            ১৮/০৯/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...