আকাশে চাঁদ হাসে
বাতাসে পুলক লাগে
ত্রিশ সিয়াম বিদায় শেষে
ঈদ-উল -ফিতর্ আসে ।।
সাওনে তাকওয়া মোমেনগণে
পঞচতন্ত্র বশে পূর্ণাত্মা জাগে
রাইহানে ফরমানে
বন্দী শয়তানে ।।
সেহেরীতে অন্নমুখে মাগরীবে ফলাহার
পচ্ঞপ্রহর নির্জলা-অনাহার !
সাওন মানে উপোস নয়,এক কঠিন সংযম
যা তাকওয়ায় সহায়ক ।।
শবে কদরের রাত
বান্দা পড়ে নামাজ কেরাত
প্রভাত ফেরে। জাগে
ত্যাগের সওগাত ।।
বিকিকিনি লাচ্চা -সিঁমুই
হাট বাজারে হিড়িক
রাতের পরে ঈদগা-মাঠে
নামাজ পড়ার ভিড় ।।
নামাজ সেরে দেশ -দশে
করি আলিঙ্গন
দ্বেষ -বিদ্বেষ অহং ভুলে
মিলি সকল জন ।।
ঈদের খুশি সবখানেতে
আনে খুশির রব
ঈদ হল সংযম
একমিলন-উৎসব ।।
----এ এফ এম বাইতুল্লা
No comments:
Post a Comment