Saturday, June 9, 2018

১৪ . আজ আর খুঁজিনা তোমায়

আজ আর খুঁজিনা তোমায় !
      মিডিয়ার   দুনিয়ায়
আজ আর খুঁজিনা তোমায় !
খুঁজি তোমাকেই আজ - - - -
ফেলে শত কাজ
এই ঘাসফুলে আর  কলমি-লতায়
আজ আর খুঁজিনা তোমায় !!

আজ আর খুঁজিনা তোমায়  !
ফেবুর   পাতায়   পাতায়
আজ আর খুঁজিনা তোমায়  !
খুঁজি তোমাকেই আজ -----
            ভুলে যত লাজ
এই বনফুলে আর  মালতী-লতায়
আজ আর খুঁজি না তোমায়  !!

আজ আর খুঁজিনা তোমায়   !
ইনস্টার লতায়-পাতায়
আজ আর খুঁজিনা তোমায়  !
খুঁজি তোমাকেই আজ ------
           যত অসহায় শিশু ------
আর কিশলয়ের পাতায়
আজ আর খুঁজিনা তোমায়  !!

আজ আর খুঁজিনা তোমায়  !
আশায় -আশায় আর রৌদ্র- ছায়ায়
আজ আর খুঁজিনা তোমায়  !!
খুঁজি তোমাকেই আজি
যত মনভাঙা পাখি
স্বপ্নেরাতি  , হয়ে স্বপ্নে সাথি
স্বপ্নের মায়াজাল বুনি ।।

আজ আর খুঁজিনা তোমায়  !
টুইটে- মিডিয়ায় - - - -
খুঁজি তোমাকেই আজ
ফেলে শত কাজ
এই ঘাসফুলে আর কবিতা-খাতায়
আজ আর খুঁজিনা তোমায়  !
আজ আর খুঁজিনা তোমায়   !!
                              --------- এ এফ এম বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...