Friday, October 26, 2018

৫২ : অনেকটা পথ হেঁটেছি আমি ......…

অনেকটা পথ হেঁটেছি আমি
গ্ৰাম-শহরের পথে ,
অনেক রূপেতে খুঁজেছি তোমায়
চেনা অচেনার মাঝে ।
পড়ন্ত বেলায় রক্তিম আভা
ছুঁয়েছে আকাশ -চিবুক
বুকের এপিঠে সাদা হয়ে গেছে
ওপিঠ  চিরসবুজ ।
সেই সবুজের মাঝে আজো ফোটে নাম
লাল রক্ত করবী ফুল
সে ফুলেই গাঁথি মালা
কবিতায় নির্ভুল ।।

            -----------এ এফ এম বাইতুল্লা
                                ২৭/১০/২০১৮

Tuesday, October 23, 2018

৫১ : সুরঞ্জনা

সুরঞ্জনা !
আমি আসবো কি রাতে ?
তোমার একান্তে কাছে !
রাতের আকাশে
স্বপ্নেরা ভাসে ।
জ‍্যোৎস্না রাতে
তারারা হাসে ।
সুরঞ্জনা !
আমি আসবো কি রাতে !?

                  ---------- এ এফ এম বাইতুল্লা
                                         ২৯/০১/২০১৯

Monday, October 22, 2018

৫০ :আর ঠিক কতটা গেলে ....... !!

দীর্ঘপথ আমি হেঁটে চলেছি
চলে এসেছি অনেকটা দূরে --------
জানিনা !আর ঠিক কতটা গেলে ----
তোমারেই  পাই খুঁজে !?

প্রতিক্ষায় আছি
কবে  ??কেটে যাবে আকাশের বুক থেকে ----
ঘন কালো মেঘ !!
একটা নতুন দিনের আবেশ -----
জানিনা !!আর ঠিক আর কতটা গেলে -------
তোমার ঠিকানা মেলে ?

তাই রোজ রোজ চিঠি লিখি-----
আকাশের বুকে
একটাও চিঠি তুমি ,পড়েছো খুলে ?
একটাও চিঠি তুমি পড়েছো ভুলে !
আর ঠিক কতটা গেলে-----
তোমারেই পাই  খুঁজে !?

নাকি !চলতে চলতে টপকে যাবো------
সীমানার ওপারে !
আর ঠিক কতটা গেলে------
আর ঠিক কতটা গেলে
তোমারেই পাবো খুঁজে ?
আর ঠিক আর কতটা গেলে --------
তোমারেই যাই ছুঁয়ে  !?
আর ঠিক কতটা গেলে ??
আর ঠিক কতটা গেলে !!

                     এ এফ এম বাইতুল্লা
                         ২৩/১০/২০১৮

Saturday, October 13, 2018

৪৯ : দুই কুড়ি ছুঁয়েছে তুষার

দুই কুড়ি ছুঁয়েছে তুষার
পক্বকেশে স্পষ্ট তার ছাপ ।
পছন্দ নয় বাড়তি সাজ
 মফঃস্বলে  ওর বাস।
মাঝে মধ্যে যায় ব্যস্ত কলকাতায় ।
দেখে মেকি রঙ রূপ বুট কোট-টাই ।

গড়ের মাঠের পাশ দিয়ে হাটতে হাটতে
পৌঁছে যায় যাদুঘর কিম্বা আর্ট-গ‍্যালারীতে
দেখে পুরাতন ফ্রেমে " লন্ডন থেকে লন্ঠনে "
বড়বাজার, মুটে-মজুর ,হাঁকডাক
গঙ্গার পাড়ে !নৌকাভর্তি সামান
ক‍্যাচকোচ গাড়োয়ান গাড়ি
আর ছোটোবড়ো কোঠাবাড়ি !

আজকের  কোলকাতা , নারী
বদলেছে শহর তার শহুরে শাড়ী
বেড়েছে শব্দ আর তার পরিধি
বাড়েনি শুধুই তার অন্তরের চৌহদ্দি
বিশ্বায়নে ,অ্যন্ড্রয়েড -ল‍্যাপটপে
হাতের মুঠোয় নিয়েছি সবে
মুহুর্তে ছোটাচ্ছি মন-------
পৃথিবীর একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ।
দুইকানে কড,    ভেসে যাচ্ছি গানের সাগরে
আকাশ থেকে সমুদ্রতটে ।
দেখতে চাইছি না ,একবার চোখ মেলে
অবহেলায় পথের দুদিকে
পাথরের মতো দাঁড়িয়ে,চলেছি মাড়িয়ে
কত‌ই না যন্ত্রনা !!

              ------------এ এফ এম বাইতুল্লা
                                   ১৩/১০/২০১৮

Saturday, October 6, 2018

৪৮ : ঝরাপাতা

ভোমরার হুল , আবেগের ভুল
তুমিও কি নির্ভুল ??
অঘ্রাণের রাত,অন্তরাত্মায় ওঠেছিল চাঁদ
জেগেছিলে সারাটা রাত ।

হঠাৎ  শাওন এলে
তুমিও নদী হয়ে গেলে
ব‌ইতে চাইলে ,আমার বুকের উপর দিয়ে
আমিও পাথর হলাম ।

তুমিও  ফুঁসে উঠলে 
প্রচন্ড গর্জনে আছড়ে পড়লে- - -
আমার বুকের উপর ।
বুঝলাম  আবেগের ভুল
ফিরৎ দিলাম তোমায় তোমার  উৎসকুল ।

এরপর  পৌষ-মাঘ এলে
হাড় হিম করা রাতে
প্রয়োজন  বাঁচার লীনতাপ
তাও তুমি বুঝতে পারোনি !!

শীত যায়, মাস যায়, গ্ৰীষ্মবকাশ
কাঠফাটা রোদ, তরুর ছায়ায়
চাতকে চায় হিমশীতল হাওয়ায়
না ,তাও তুমি বুঝতে পারোনি !!

এরপর শরৎ এলো
প্রকৃতির বুক শান্ত হল
এখন অপার সুখ আর অফুরন্ত রূপ
সব‌ই তোমার অনুকূল ।

এরপর হেমন্ত এলো ,তুমি পর্ণমোচী হলে
শুকনো পাতার মতো ;বললে দূর হ !
হাওয়ায় হাওয়ার উড়ে গেল সে
দূর হতে দূরে , বহুদূরে ---------- !!

তুমি চাইলেও পৌঁছাতে পারবে না- - -
পারবে না আর ছুঁতে !
ঝরে পড়া পাতায়,কবিতার খাতায়
লিখে রেখে যাই ,শুধু তোমার জন‍্য
নব বসন্তের আবহ সঙ্গীত !!

                      এ এফ এম বাইতুল্লা
                             ০৫/১০/২০১৮

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...