ভোমরার হুল , আবেগের ভুল
তুমিও কি নির্ভুল ??
অঘ্রাণের রাত,অন্তরাত্মায় ওঠেছিল চাঁদ
জেগেছিলে সারাটা রাত ।
হঠাৎ শাওন এলে
তুমিও নদী হয়ে গেলে
বইতে চাইলে ,আমার বুকের উপর দিয়ে
আমিও পাথর হলাম ।
তুমিও ফুঁসে উঠলে
প্রচন্ড গর্জনে আছড়ে পড়লে- - -
আমার বুকের উপর ।
বুঝলাম আবেগের ভুল
ফিরৎ দিলাম তোমায় তোমার উৎসকুল ।
এরপর পৌষ-মাঘ এলে
হাড় হিম করা রাতে
প্রয়োজন বাঁচার লীনতাপ
তাও তুমি বুঝতে পারোনি !!
শীত যায়, মাস যায়, গ্ৰীষ্মবকাশ
কাঠফাটা রোদ, তরুর ছায়ায়
চাতকে চায় হিমশীতল হাওয়ায়
না ,তাও তুমি বুঝতে পারোনি !!
এরপর শরৎ এলো
প্রকৃতির বুক শান্ত হল
এখন অপার সুখ আর অফুরন্ত রূপ
সবই তোমার অনুকূল ।
এরপর হেমন্ত এলো ,তুমি পর্ণমোচী হলে
শুকনো পাতার মতো ;বললে দূর হ !
হাওয়ায় হাওয়ার উড়ে গেল সে
দূর হতে দূরে , বহুদূরে ---------- !!
তুমি চাইলেও পৌঁছাতে পারবে না- - -
পারবে না আর ছুঁতে !
ঝরে পড়া পাতায়,কবিতার খাতায়
লিখে রেখে যাই ,শুধু তোমার জন্য
নব বসন্তের আবহ সঙ্গীত !!
এ এফ এম বাইতুল্লা
০৫/১০/২০১৮