Saturday, October 13, 2018

৪৯ : দুই কুড়ি ছুঁয়েছে তুষার

দুই কুড়ি ছুঁয়েছে তুষার
পক্বকেশে স্পষ্ট তার ছাপ ।
পছন্দ নয় বাড়তি সাজ
 মফঃস্বলে  ওর বাস।
মাঝে মধ্যে যায় ব্যস্ত কলকাতায় ।
দেখে মেকি রঙ রূপ বুট কোট-টাই ।

গড়ের মাঠের পাশ দিয়ে হাটতে হাটতে
পৌঁছে যায় যাদুঘর কিম্বা আর্ট-গ‍্যালারীতে
দেখে পুরাতন ফ্রেমে " লন্ডন থেকে লন্ঠনে "
বড়বাজার, মুটে-মজুর ,হাঁকডাক
গঙ্গার পাড়ে !নৌকাভর্তি সামান
ক‍্যাচকোচ গাড়োয়ান গাড়ি
আর ছোটোবড়ো কোঠাবাড়ি !

আজকের  কোলকাতা , নারী
বদলেছে শহর তার শহুরে শাড়ী
বেড়েছে শব্দ আর তার পরিধি
বাড়েনি শুধুই তার অন্তরের চৌহদ্দি
বিশ্বায়নে ,অ্যন্ড্রয়েড -ল‍্যাপটপে
হাতের মুঠোয় নিয়েছি সবে
মুহুর্তে ছোটাচ্ছি মন-------
পৃথিবীর একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ।
দুইকানে কড,    ভেসে যাচ্ছি গানের সাগরে
আকাশ থেকে সমুদ্রতটে ।
দেখতে চাইছি না ,একবার চোখ মেলে
অবহেলায় পথের দুদিকে
পাথরের মতো দাঁড়িয়ে,চলেছি মাড়িয়ে
কত‌ই না যন্ত্রনা !!

              ------------এ এফ এম বাইতুল্লা
                                   ১৩/১০/২০১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...