অনেকটা পথ হেঁটেছি আমি
গ্ৰাম-শহরের পথে ,
অনেক রূপেতে খুঁজেছি তোমায়
চেনা অচেনার মাঝে ।
পড়ন্ত বেলায় রক্তিম আভা
ছুঁয়েছে আকাশ -চিবুক
বুকের এপিঠে সাদা হয়ে গেছে
ওপিঠ চিরসবুজ ।
সেই সবুজের মাঝে আজো ফোটে নাম
লাল রক্ত করবী ফুল
সে ফুলেই গাঁথি মালা
কবিতায় নির্ভুল ।।
-----------এ এফ এম বাইতুল্লা
২৭/১০/২০১৮
No comments:
Post a Comment