স্পষ্ট দেখছি
অত্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছি ,
এতদিন জানতাম ------
দেখার জন্য দুটি চোখ ই যথেষ্ট
কিন্তূ , জানতাম না ,দেখার জন্য
মনের মাঝেও একটা আয়না আছে ।
বয়স যতো বাড়ছে
চোখের দৃষ্টিও ততো অস্পষ্ট হচ্ছে
গ্লাসের পাওয়ার ততো বাড়ছে
অথচ ! মনের মাঝের আয়নাটা---
ততো পরিস্কার হচ্ছে ।
সেই আয়নায় তোমাকে
স্পষ্ট দেখতে পাচ্ছি ।
হ্যা , সেই চোখ , সেই ঠোঁট
সেই চোখের পাতা ,
অবিকল সেই আগের মতো ।
সেই মায়াবি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো
আমিও পাথরের মতো চোখ বন্ধ করে
তোমাকে দেখছি ।
কতটা সময় , কত যুগ পার হয়ে যাচ্ছে ,জানিনা !
স্বপ্নটা ভেঙে যাবার ভয়ে ,ইচ্ছে করেই
চোখ বন্ধ করে আছি ।
কিন্তূ ,তোমার সেই অপলক দৃষ্টি
আমাকেও পাথর করেছে ।
ইচ্ছেহচ্ছে একবার , শুধু একবার !
তোমাকে ছুঁয়ে দেখি ।
তোমার অতি কাছে দাঁড়িয়ে , তুমিও কি !
শুধুমাত্র মাঝখানে একটা কাচের দেওয়াল ।
ভয় হয় , কাঁচটা না ভেঙে যায় !
শত চেষ্টা করেও পারিনা !
তুমি পারো না ?
একবার , শুধু একবার !
কাচের দেওয়ালটা ভেঙে -----
একবার বেরিয়ে আসতে !?
এ এফ এম বাইতুল্লা
১০/১১/২০১৮
No comments:
Post a Comment