Sunday, November 18, 2018

৫৯: মায়ার বাঁধন

এভাবে কি পালানো যায় ?
এভাবে কি আড়াল করা যায় ?
নিজেকে  ? মনের চাতালে------ !
মেঘ আর কুয়াশার আবডালে
বার বার আকাশে-আড়ালে !

একটা সময় পরে , 
নবদিগন্তে !
যাবে যে সে মেঘ সরে
নব নব রঙে , নব নব রূপে
ধরায় পড়িবে ধরা
মায়ার বাঁধনে ।।

          ----------এ এফ এম বাইতুল্লা
                                ১৯/১১/১৮

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...