Thursday, February 28, 2019

৬৫ : : নারী ??

ওহে নারী , অহনা সুন্দরী
সৃষ্টিরে তাই বন্দনা করি
ফুল ,সেযে স্বভাবেও নির্ভুল ।
ঈশ্বর পাঠালো তোমায় গড়ে
পুরুষ নিয়েছে তোমায় পড়ে ।
মনের মাধুর্যে শিল্পীর তুলিরঙে
ধরায় পড়েছো ধরা মোনালিসা রূপে ।
ধরনীর মাঝে , ফুল কি ফোটে
আপনার তরে ,মধু আর সৌরভে ?
ভ্রমর ছুঁয়েছে তোমায় ভুলে ।
মধু বিনে যদি মেলে বিষ
বুলবুলি কবু দিবে শিষ !?

                    ------------এ এফ এম বাইতুল্লা
                                         ০৪/০৩/২০১৯

Monday, February 25, 2019

৬8 : ;আমি তো বেশ আছি !!

সন্ধ‍্যা থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন ---------
হাওয়া-বাতাস বন্ধ ।
অনেকটা রাত হয়েছে বটে ,
একাকী  ছোট্ট খাটে --------
বাঁকা চাঁদ ঐ আকাশে
ভাসা মেঘ ঢেকে দেয় তার মুখ-বুক
আমিও হতবাক !নিশ্চুপ  ।
হঠাৎ-ই ভাঙা জানালার ওপার থেকে
দমবন্ধ ঘরে ,একটু শীতল বাতাস ----
বুঝি,    এই তুমি এলে !
অস্ফুটে জিজ্ঞাসিলাম
কিগো ! কি মনে করে ?
ক্ষণিক নিরবতা , গম্ভীর স্বরে বললে
একি ঘর ! আলো নেই ,বাতাস নেই , শ‍্যাতশেতে
এখানে কে থাকে !?
জানো , আমি ঐ পারে থাকি-----
হয়তো তোমার মতো আমার আকাশ নেই
কিন্তূ আমিও,    অনেক দূর ছুটি
চলি -------!
ক্ষণিক নিরবতা ,স্থবিরতা
চোখ খুলে বললুম
তুমি কেন এলে ?
আর কেন‌ই বা গেলে  !
আমি তো বেশ আছি
এই ভাঙাঘরে
আমার মতো করে !!

                         -------------এ এফ এম বাইতুল্লা
                                              ২৬/০২/২০১৯

Friday, February 22, 2019

৬৩ ::আমরা ছুটে চলেছি ---------!!

আমরা ছুটে চলেছি-----------
            আমরা ছুটে চলেছি -----------
অনন্ত বিস্তৃতির পথে !!
            আমরা ছুটে চলেছি ------------
আমরা ছুটে চলেছি ------------
            অনন্ত বিস্তৃতির পথে !!

চলতে পথে
           কুড়িয়ে নিয়েছি শত
জ্ঞান আর অভিজ্ঞতা
            আমরা ছুটে চলেছি
আমরা ছুটে চলেছি
              অনন্ত বিস্তৃতির পথে ।।

আজ যারা হারিয়ে জীবন
          আর যারা হারিয়ে জীবন
ঐ তারার দেশে , থেমে গেছে জীবনকাঁটা
            আমরাও ছুটে চলেছি
আমরাও ছুটে চলেছি
             অনন্ত বিস্তৃতির পথে
আমরাও ছুটে চলেছি ।।

এক দ্বীপ নেভে
              শত দ্বীপ জ্বালার প্রত‍্যাশা
বুকে বেঁধে
                আমরাও ছুটে চলেছি
অনন্ত বিস্তৃতির পথে ।।

যায়না কিছুই
            রহেনা কিছুই
রয়ে যায় শুধুই
         আশায়    ভালোবাসায় ----
আমরাও ছুটে চলেছি
              আমরাও ছুটে চলেছি
আমরাও ছুটে চলেছি
               অনন্ত বিস্তৃতির পথে ।

একদিন যদি থেমে যায়
                    থামেনা জেনো
জীবন থেকে জীবনের পথ চলা
                  আমরাও ছুটে চলেছি
আমরাও ছুটে চলেছি
                    অনন্ত বিস্তৃতির পথে
----------------------------------------------
                        ---------------------------------------।।
     
                -----------এ এফ এম বাইতুল্লা
                                          ২৪/০২/২০১৯

Friday, February 15, 2019

৬২ :যেতে হবে জানি !

যেতে হবে জানি
         তবু যেতে চায়না যে মন
                মনের পাড়ায় সাড়ায়- সাড়ায়
                          নাড়া দিয়ে যায়
                                  স্মৃতির রোমন্থন ।।

                 ------------এ এফ এম বাইতুল্লা
                                       ১৬/০২/২০১৯

Monday, February 11, 2019

৬১ : :কবি তোমার কলম কেন থেমে !!

প্রিয়তমা    জানো
এখন প্রায়‌ই আমার বিনিদ্র রজনী কাটে !
গভীর নিশিথে , আধো ঘুম চোখে---------
মনের পাথারে ভাসে শব্দমালা
কতকগুলি লাইন আর একটি  নাম !
ঠিক তখনি ,মনের আকাশে
ঘন কালো মেঘের আবরণ ফুঁড়ে
দেখা মেলে  মুচকি হাসিতে -----
এক টুকরো বাঁকা চাঁদমুখ  !
পরক্ষণেই ,আর একটা মেঘ  আসে  ভেসে
ঢেকে দেয় সব !
শুধু ওপার থেকে শুনি
অস্ফুট এক কন্ঠধ্বনি !
কবি তোমার কলম কেন থেমে ??
তোমার কলম কেন থামে !!
            
                  -------------এ এফ এম বাইতুল্লা
                                             ১২/০২/২০১৯
             
                      

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...