সন্ধ্যা থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন ---------
হাওয়া-বাতাস বন্ধ ।
অনেকটা রাত হয়েছে বটে ,
একাকী ছোট্ট খাটে --------
বাঁকা চাঁদ ঐ আকাশে
ভাসা মেঘ ঢেকে দেয় তার মুখ-বুক
আমিও হতবাক !নিশ্চুপ ।
হঠাৎ-ই ভাঙা জানালার ওপার থেকে
দমবন্ধ ঘরে ,একটু শীতল বাতাস ----
বুঝি, এই তুমি এলে !
অস্ফুটে জিজ্ঞাসিলাম
কিগো ! কি মনে করে ?
ক্ষণিক নিরবতা , গম্ভীর স্বরে বললে
একি ঘর ! আলো নেই ,বাতাস নেই , শ্যাতশেতে
এখানে কে থাকে !?
জানো , আমি ঐ পারে থাকি-----
হয়তো তোমার মতো আমার আকাশ নেই
কিন্তূ আমিও, অনেক দূর ছুটি
চলি -------!
ক্ষণিক নিরবতা ,স্থবিরতা
চোখ খুলে বললুম
তুমি কেন এলে ?
আর কেনই বা গেলে !
আমি তো বেশ আছি
এই ভাঙাঘরে
আমার মতো করে !!
-------------এ এফ এম বাইতুল্লা
২৬/০২/২০১৯
No comments:
Post a Comment