প্রিয়তমা জানো
এখন প্রায়ই আমার বিনিদ্র রজনী কাটে !
গভীর নিশিথে , আধো ঘুম চোখে---------
মনের পাথারে ভাসে শব্দমালা
কতকগুলি লাইন আর একটি নাম !
ঠিক তখনি ,মনের আকাশে
ঘন কালো মেঘের আবরণ ফুঁড়ে
দেখা মেলে মুচকি হাসিতে -----
এক টুকরো বাঁকা চাঁদমুখ !
পরক্ষণেই ,আর একটা মেঘ আসে ভেসে
ঢেকে দেয় সব !
শুধু ওপার থেকে শুনি
অস্ফুট এক কন্ঠধ্বনি !
কবি তোমার কলম কেন থেমে ??
তোমার কলম কেন থামে !!
-------------এ এফ এম বাইতুল্লা
১২/০২/২০১৯
Monday, February 11, 2019
৬১ : :কবি তোমার কলম কেন থেমে !!
Subscribe to:
Post Comments (Atom)
১১৬ : :। পূর্বাভাস
দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...
-
ভালোবাসি ভালোবাসি মন কহে হাসি-হাসি , ভালোবাসি ভালোবাসি দুটি হৃদয়ের আঁকিবুঁকি । ভালোবাসা দুই হৃদয়ের মিলন না বিরহ ?? ভালোবাসা কি ? প্রেম...
-
আজ অনেক দিনের পরে দখিনা পবন সনে আসছে ওসে ফিরে নূতন সে এক রূপে তাই দখিনা বাতায়নে - - - রইনু অপেক্ষাতে ।। বিরহ নিশি শেষে দ...
-
আমি দেখি যা তোমরাও দেখো না যদি দেখো মোর চোখে , দেখবে অবাক পৃথিবী তোমায় ডাকে...
No comments:
Post a Comment