Friday, February 14, 2020

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে
সূর্যাস্তে !
রক্তিম আভায় আকাশ
বিহঙ্গেরা ফিরিছে বাসায়
ডানা মেলি উদ্ধাকাশ ।
এ কার বিদায়ের পূর্বাভাস !?
যাবার আগে তার বার্তা আসে
আবার আসিব ফিরে গ্ৰাম বাংলায়
ধূলিমাটি ঘাসফুল, রঙতুলি ভালোবেসে ।।
              এ এফ এম বাইতুল্লা

Tuesday, February 11, 2020

১১৫ :: জ্ঞানের আলোয়

কারোর জন্য কেউ থেমে থাকে না
কারোর জন্য প্রকৃতির নিয়ম ফের হয়না ।
প্রতিদিন একটু একটু করে গন্তব্য স্থলের দিকে এগিয়ে চলেছো ,
এগিয়ে চলেছে শিক্ষা, স্বাস্থ্য, সভ্যতা
তবুও মন ইতিহাস ছুঁতে চায় অগত্যা !
স্মৃতির পাতায় খোঁজে ফেরে সুখ দুখের গৌরব গাঁথা,
একটা শিশুগাছ বাড়তে বাড়তে চায় আকাশ ছুঁতে
তখন-ই বোঝে আকাশের সাপেক্ষে অতি ক্ষুদ্র সে ।
তাই অহংকার নয়,
ক্ষুদ্র অণু পরমাণুর রয়েছে অপরিসীম শক্তি
শিশু মন জ্ঞানের আলোয় পাক দীপ্তি ।
যা জগৎ আলো করে
যা এগিয়ে দেয় এক যুগকে অসম্ভব সম্ভাবনার দিকে,
এসো সক্বলে সেই আলোর সন্ধান করি ।।Nb

            এ এফ এম বাইতুল্লা


Tuesday, February 4, 2020

১১৪। তপস্যার ফল

সমভূমির নরম মাটিতে দাঁড়িয়ে সে
গায়ে তার সোঁদা মাটির গন্ধ ভাসে ।
একদৃষ্টে তাকিয়ে উত্তরের জানালায়
অপার সৌন্দর্য নিয়ে জন্ম উত্তরের কন্যার।
শ্বেত-শুভ্র বসন , সূর্যের সোনালী আলোয় অপরূপা ।
পায়ে তার নূপুরের নিক্বন 
এখন মাটির মন বড়ই উন্মন।
বিস্তর ব্যবধান ! কি তার সমাধান ?
সে হাঁটুগেড়ে বসেছে মাটির আসনে।
গভীর ধ্যানে মগ্ন উত্তরের অপেক্ষায়!
যেনো কোন ধ্যানমগ্ন কবি সূর্যতপে 
কবে শীতঘুম ভেঙে বসন্ত আসবে ??
একসময় বসন্ত এলো আর সূর্য জ্বলে উঠলো তেজে
ধ্যানমগ্ন কবির কপালেও জ্বলে উঠলো আলো
উত্তরের বরফ ও গলতে শুরু করলো
ঝর্ণার স্পন্দন ‌‌‌‌‌ও জেগে উঠলো বরফ কন্যার ভিতরে
কি করে ধরে রাখবে নিজেকে ,সমোচ্চশীলতার নিয়ম ভঙ্গ করে ?
গভীর ধ্যানে মগ্ন কবি
ঝর্ণা কে আসতেই হবে তার কাছে হলেও ধীরগতি ।।
             এ এবং এম বাইতুল্লা


১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...