Tuesday, February 11, 2020

১১৫ :: জ্ঞানের আলোয়

কারোর জন্য কেউ থেমে থাকে না
কারোর জন্য প্রকৃতির নিয়ম ফের হয়না ।
প্রতিদিন একটু একটু করে গন্তব্য স্থলের দিকে এগিয়ে চলেছো ,
এগিয়ে চলেছে শিক্ষা, স্বাস্থ্য, সভ্যতা
তবুও মন ইতিহাস ছুঁতে চায় অগত্যা !
স্মৃতির পাতায় খোঁজে ফেরে সুখ দুখের গৌরব গাঁথা,
একটা শিশুগাছ বাড়তে বাড়তে চায় আকাশ ছুঁতে
তখন-ই বোঝে আকাশের সাপেক্ষে অতি ক্ষুদ্র সে ।
তাই অহংকার নয়,
ক্ষুদ্র অণু পরমাণুর রয়েছে অপরিসীম শক্তি
শিশু মন জ্ঞানের আলোয় পাক দীপ্তি ।
যা জগৎ আলো করে
যা এগিয়ে দেয় এক যুগকে অসম্ভব সম্ভাবনার দিকে,
এসো সক্বলে সেই আলোর সন্ধান করি ।।Nb

            এ এফ এম বাইতুল্লা


No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...