গায়ে তার সোঁদা মাটির গন্ধ ভাসে ।
একদৃষ্টে তাকিয়ে উত্তরের জানালায়
অপার সৌন্দর্য নিয়ে জন্ম উত্তরের কন্যার।
শ্বেত-শুভ্র বসন , সূর্যের সোনালী আলোয় অপরূপা ।
পায়ে তার নূপুরের নিক্বন
এখন মাটির মন বড়ই উন্মন।
বিস্তর ব্যবধান ! কি তার সমাধান ?
সে হাঁটুগেড়ে বসেছে মাটির আসনে।
গভীর ধ্যানে মগ্ন উত্তরের অপেক্ষায়!
যেনো কোন ধ্যানমগ্ন কবি সূর্যতপে
কবে শীতঘুম ভেঙে বসন্ত আসবে ??
একসময় বসন্ত এলো আর সূর্য জ্বলে উঠলো তেজে
ধ্যানমগ্ন কবির কপালেও জ্বলে উঠলো আলো
উত্তরের বরফ ও গলতে শুরু করলো
ঝর্ণার স্পন্দন ও জেগে উঠলো বরফ কন্যার ভিতরে
কি করে ধরে রাখবে নিজেকে ,সমোচ্চশীলতার নিয়ম ভঙ্গ করে ?
গভীর ধ্যানে মগ্ন কবি
ঝর্ণা কে আসতেই হবে তার কাছে হলেও ধীরগতি ।।
এ এবং এম বাইতুল্লা
No comments:
Post a Comment