Tuesday, November 26, 2019

১১৩ :: বিসর্জন

দাঁড়িয়ে জলের কাছাকাছি
শান্ত-স্ফটিক জল ডাকছে
তার কাছে ,
একটু মৃদুমন্দ বাতাস ; ছুঁয়ে গেল
আমিও অভিভূত !
ইচ্ছে ,অন্তত একবার জলের কাছে যাই ।
পা রাখলাম জলের কাছে
এক শিহরণ পা থেকে মাথায় ।
ইচ্ছে আর একটু এগিয়ে যাই
এবার হাঁটু পর্যন্ত নামলাম ,
এবার‌ও অনন্য অনুভূতি !
ইচ্ছে এবার একটু পরখ করে দেখি
অন্তত গলা-বুক,মুখ ডোবানোর আগে ।
উষ্ণ-হাত দুটি বাড়ালাম জলের দিকে
এক বিপরীত সত্তা , শীতল জলের ছোঁয়া !
চমকে উঠলাম ,সম্বিত ফিরল
উঠে এলাম জল ছেড়ে, দীর্ঘনিঃশ্বাসে !
যেমন আগমনীর পূর্বে , বিসর্জনের সুর বাজে !!

            - - -এ এফ এম বাইতুল্লা
                        ২৭/১১/২০১৯

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...