Thursday, October 31, 2019

১১২ ::: সম্পর্ক

দুই মেরুতে দু-জন
মান-অভিমানের সুপ্ত জীবন !
প্রশ্নেরা আঁকি-বুকি কাটে - - -
স্মরণ না মরণ ??
মানস-সরোবরে , খুঁজে-ফেরে সন্ধানী-মন
আমরণ !!
হয়নি আইনের স্বীকৃতি
তাতে কি !?
মন-তো বাঁধা মানেনা ;
যেমন পদ্ম-পাতায় গড়িয়ে পড়ে জল
বড্ড নালুক দুটি মন !!

               এ এফ এম বাইতুল্লা
                      ৩১/১০/২০১৯

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...