একটা যন্ত্র নিয়ে খেলা করছি
শুধু আমি নই , ছোট-বড় সক্কলে ।
বিশ্বায়ন !
দুনিয়াটা হাতের মুঠোয় নেবার চেষ্টা করছি
অথচ , মন ঘরকুনো ব্যাঙ !
ভাবছ কেন বলছি ?
যেমন ধর , আমরা রোজ যাই মাঠ,ঘাট,অফিস, বাজার
পরিচিত কে পেলে দু-দন্ড কথা বলি;মনটা জুড়ায় ।
আর এখন যন্ত্রের-স্ক্রিন-এ রোজ দেখা হয়
তোমার সাথে আমার আর আমার সাথে তোমার
অ্যকটিভ স্ট্যাটাস দেখলে ইচ্ছে হয় আলাপ-চারিতার।
কিন্তু ইনবক্সে পৌঁছেই মনে পড়ে অনেকের-ই সাবধান বাণী !
বন্ধু করেছি মানে ইনবক্সে কথা নয় - - -
থামিয়ে দেয় একটা ভয় !!
রোজ আসি , রোজ দেখা হয়
অথচ কথা নয় ।
যন্ত্রে লম্বা হয়েছে বন্ধুত্বের হাত
কোথাও জমাট বাঁধছে অন্ধকার !
কিভাবে সম্ভব এর সৎকার ??
- - - এ এফ এম বাইতুল্লা
০৭/১০/২০১৯
No comments:
Post a Comment