Friday, October 4, 2019

১০৫ : : আবাহন : :

ক্লান্ত-শরীর ছড়িয়ে বিছানার উপর
তারপর ?
ঘুমের মধ্যে জেগে মন !
একজন ।
তন্দ্রায় খোঁজ চলে তার
কার ?
ক্রমে রাত গভীর ,আকাশে আবীর !
মধ‍্যাহ্নে কৃষ্ণচূড়া ;
মনে পড়ে কি তোড়া ??
ক্রমে অপরাহ্নে বেলা
মনের ভিতরে মন ,মত্তলীলা ;
আবীরে আবির ছোঁয়ায় গোধূলিবেলা ।।

              - - -  - - এ এফ এম বাইতুল্লা
                               ০৫/১০/২০১৯

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...