আঁধারের বুক চীরে জ্বলে ওঠে আলো
সে আলোর গায়েও লেগে কলঙ্ক কেন ?
কলঙ্ক নয় কলঙ্ক নয় কল্কাবতী সে - - -
কষ্টগুলো কল্কা আঁকায় আল্পনা সে আঁকে ।
গভীর রাতে আঁধার বুকে জ্বেলে দিতে আলো
জোৎস্না-আলো ছড়িয়ে দিয়ে কষ্ট বহে গেল ।
এ এফ এম বাইতুল্লা
৩০/১০/২০১৯
No comments:
Post a Comment