Saturday, October 5, 2019

১০৬ : :প্রয়োজন না বন্ধন !? : :

অনেকদিন ধরে হাঁটছে দুজন
একে অপরকে খুব প্রয়োজন ।
গল্পে-গানে ,রসিকতায়, উন্মোন দুটিমন
মিষ্টি জলে নোনা জলের মিশ্রণ
একে-অপরকে ,সত‍্যিই খুব প্রয়োজন ।
হঠাৎই একদিন জানতে ঈচ্ছুক একটি মন
কতটা দৃঢ় বন্ধুত্বের বন্ধন !?
প্রতিদিন টোকা মনের দরজায় - - -
আজ প্রথম একটু আঘাত !
প্রশ্নবাণে ফিরে আসে প্রত‍্যাঘাত !!
কে তুমি ? কি চাও !?
ভেঙে যায় মন, বন্ধুত্বের বন্ধন !
ফিরতি মন বলে আনমোন
দরজা যেখানে বন্ধ - - -
আলো সেখানে কিভাবে প্রবেশ করবে !?

                 এ এফ এম বাইতুল্লা
                          ০৬/১০/২০১৯

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...