লেন্সে ভেসে ওঠে মুখ
সোয়াইপে আঙুল ,
পর পর আসতে থাকে,
যুবক-যুবতী,পৌঢ়,বৃদ্ধ লুক ।
সন্ধানী-মন খোঁজ করে যখন
কাচের দেয়ালে আনমোন !
একটা মুখ ;
এক-সময় মোহভঙ্গ !
আঁধার সরে ফরসা-আলোয়
নির্ঘুম চোখে নেমে আসে ঘুম !!
এ এফ এম বাইতুল্লা
২০/১০/২০১৯
No comments:
Post a Comment