Thursday, March 28, 2019

৭১ : : শহীদ

ঐ ছেলেটি দুষ্টু বটে বুদ্ধি ছিল ঘটে
ঐ ছেলেটি দস‍্যি হলেও উদার ছিল মনে ।

যে ছেলেটি দিন-দুপুরে ঢিল ছুঁড়তো গাছে
সেই ছেলেটিই আজ দুপুরে  উদাস-পথের বাঁকে !

যে ছেলেটি পাঠশালাতে বকাটেদের দলে
সেই ছেলেটিই আজ ,  হারিয়ে পাওয়ার ছলে !

যে ছেলেটি রোজ বিকেলে ছুটতো মাঠে-ঘাটে
সেই ছেলেটিই আজ দাঁড়িয়ে অচীন পুরের গাঁয়ে !

যে ছেলেটি খেলার ছলে সাজতো প্রিয়ার বর
সেই ছেলেটিই আজকে কেনো ছাড়লো নিজের ঘর !

যে ছেলেটি স্বপ্নে-মায়ায় বাঁধতো প্রেমের ঘর
সেই ছেলেটির মনটা কেনো আজকে যাযাবর !

যে ছেলেটির  রক্ত দেখে পিঞ্জরেতে ডর
ঐ ছেলেটিই আজকে কেনো হলো আপন-পর !!

যে ছেলেটি সকাল-দুপুর দস‍্যিপনায় মাতে
ঐ ছেলেটির জন‍্য কেনো নিরবতা কাঁদে !!

যে ছেলেটি দেশের তরে ভাঙলো  নিজের কূল
সেই ছেলেটির বুকভরা আজ সাদা তাজা ফুল !!

যে ছেলেটি দেশের বোঝা নিলো  মাথায় তুলে
সেই ছেলেটিই আজ দাঁড়িয়ে শহীদ বেদীমূলে !!

ফিরবেনা সে আর কোনোদিন , হবেনা কারো প্রেমিক
মনের মাঝেই বন্দী হয়ে  থাকবে চিরদিন ।।

                              ----------- এ এফ এম বাইতুল্লা
                                                     ২৯/০৩/২০১৯

Saturday, March 23, 2019

৭০ : : অনশন

এলোরে ফাগুন, দুয়ারে আগুন , লেগেছে দারুণ জোর
শীতঘুম ভেঙে প্রকৃতির বুকে , এসেছে নূতন ভোর ।
সব দেহ-প্রাণে এসেছে বসন্ত বেজেছে মাদলশোর
আসেনি বসন্ত অনশন রত ভাই-বোন যতো মোর ।।

প্রতিশ্রুতির বন‍্যা বয়েছে , কেটেছে ওদের ঘোর
ধর্মতলার চত্বরে তাই  করছেমরনপণ
নিজ অধিকার করতে সাকার ,চলবেই অনশন  ।।

লালরক্ত শহীদে-স্মরণে ,বসন্ত চিরসবুজ
বাবরীর গায়ে গেরুয়া রঙ, লেগে আছে অদ্ভুত !
আকাশে-বাতাসে নীল-সাদা  আজ  ডালহৌসি থেকে  নবান্নে 
ভিতরে ভিতরে বির্বণ আজ বেকারত্বের  অন্তরে  !!

এসো সবে আজ দিয়ে হাতে হাত
ওদের পাশে দাঁড়াই
রাজনীতি আর দম্ভের স্তম্ভে
আঘাত হানতে চাই ।।

                    ---------- এ এফ এম বাইতুল্লা

Saturday, March 16, 2019

৬৯ : : যায় সে ভেসে যায় !!

যত‌ই করিস মানা             মানেনা সে মানা !!
যায় ভেসে যায় চলে          খালে-বিলের জলে
দু-এক দিনের তরে            যদি সে মায়ায় পড়ে
বাঁধে সে মায়ার ঘর             পুকুর-নদীর চর ।
হয়তো জোয়ার এসে           ভাসিয়ে-ভাসায়ে
ভাঙে সে মায়ার ঘর             যখন যায় ভেসে দুই চর
যেমন ক‌ইর‍্যা ক‌ইন‍্যা আমার যায়সে পতির ঘর !!

স্রোতের পানে হেসে              চোখের জলে ভেসে
                        ভাসিয়ে-ভাসায়ে
যেমন ক‌ইর‍্যা যায় সে চ‌ইল‍্যা সকল মাঁইয়‍্যা কাইটে
---------  ---------  ---  --------  ------- ---------  ---------!!!

               -----------এ এফ এম বাইতুল্লা
                                     ১৫/০৩/২০১৯

Saturday, March 9, 2019

৬৮ : :মন বাধা মানে না -------

হিন্দু না ওরা মুসলিম !!
পাক নাকি পাকতুন ??
শিখ না বৌদ্ধ-জৈন
লেখা আছে কোন দেহ-প্রাণে ?
আজ যারা ধর্মের বেড়াজালে
রাজনীতি আর বিভেদের সীমান্তপারে------
বেঁধেছে ওমন
তারা কি জানেনা !! ভালোবাসা-মন
কানাকানি করে অনুক্ষণ ।
আর যারা সুখে ,জ্ঞানচক্ষু-বুকে
বেঁধেছো অন্ধত্বের পটি ।
তারা কি জানেনা ? ভালোবাসায় নেই সীমানা-পরিধি ।
ভালোবাসা মন ডিঙায় শত বাধা ------
পাহাড় , সমুদ্র-বন
যেভাবে আসে আর যায়
মনের ভিতরে মন !!
   
                          ---------এ এফ এম বাইতুল্লা
                                         ০৯/০৩/২০১৮

Sunday, March 3, 2019

৬৭ : :

আষাঢ়-শ্রাবন
ঐ ঝাউবন
হয়ে আনমোন ।
খোলা আকাশের নীচে
সমুদ্র বীচে
ঝরে দুটি মন
বৃষ্টি ফোটার মতন ।।

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...