Thursday, March 28, 2019

৭১ : : শহীদ

ঐ ছেলেটি দুষ্টু বটে বুদ্ধি ছিল ঘটে
ঐ ছেলেটি দস‍্যি হলেও উদার ছিল মনে ।

যে ছেলেটি দিন-দুপুরে ঢিল ছুঁড়তো গাছে
সেই ছেলেটিই আজ দুপুরে  উদাস-পথের বাঁকে !

যে ছেলেটি পাঠশালাতে বকাটেদের দলে
সেই ছেলেটিই আজ ,  হারিয়ে পাওয়ার ছলে !

যে ছেলেটি রোজ বিকেলে ছুটতো মাঠে-ঘাটে
সেই ছেলেটিই আজ দাঁড়িয়ে অচীন পুরের গাঁয়ে !

যে ছেলেটি খেলার ছলে সাজতো প্রিয়ার বর
সেই ছেলেটিই আজকে কেনো ছাড়লো নিজের ঘর !

যে ছেলেটি স্বপ্নে-মায়ায় বাঁধতো প্রেমের ঘর
সেই ছেলেটির মনটা কেনো আজকে যাযাবর !

যে ছেলেটির  রক্ত দেখে পিঞ্জরেতে ডর
ঐ ছেলেটিই আজকে কেনো হলো আপন-পর !!

যে ছেলেটি সকাল-দুপুর দস‍্যিপনায় মাতে
ঐ ছেলেটির জন‍্য কেনো নিরবতা কাঁদে !!

যে ছেলেটি দেশের তরে ভাঙলো  নিজের কূল
সেই ছেলেটির বুকভরা আজ সাদা তাজা ফুল !!

যে ছেলেটি দেশের বোঝা নিলো  মাথায় তুলে
সেই ছেলেটিই আজ দাঁড়িয়ে শহীদ বেদীমূলে !!

ফিরবেনা সে আর কোনোদিন , হবেনা কারো প্রেমিক
মনের মাঝেই বন্দী হয়ে  থাকবে চিরদিন ।।

                              ----------- এ এফ এম বাইতুল্লা
                                                     ২৯/০৩/২০১৯

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...