বসন্তে বিকেল-------
আড়মোড়া ভাঙে ,
কেদারায় দখিনা বাতায়নে
একটু মলয় বাতাস -------
তন্দ্রাচ্ছন্ন হই ।
হঠাৎ ফোনকলে দূরাভাষ !
চোখ খুলি , ফোনটা হাতে নিই
আবার ও হারিয়ে যাই ----- ।
ফেলে আসা বসন্ত
এলো কে কোকিল ভুলে ?
মনের দুয়ার দিয়েছি খুলে
যে পথে আসে আর যায়
জানা-অজানায়-----
কতই সে গান গায় !
অজানা কোকিল সুরে !!
-------------- এ এফ এম বাইতুল্লা
০১/০৪/২০১৯
No comments:
Post a Comment