Wednesday, April 24, 2019

৭৩ : : স্মৃতি

আজ পূর্ণিমাও নয় আবার অমাবস‍্যাও নয় !
তবুও আকাশটা থমথমে কেন ?
কিছু একটা মিরাকেল !?
চারপাশ নিকষ কালো অন্ধকার
হঠাৎ-ই মনের আকাশে চাঁদ
আর  একটা মেঘ ভেসে আসে
ঢেকে দেয় তার মুখ ।
বার-বার দেখি !
মনে করি , একবার জিজ্ঞাসি
কে তুমি ??
প্রত‍্যুত্তরে ভেসে আসে এক ক্ষীণ কণ্ঠধ্বনি !
আমি সেই------
ফেলে আসা অতীত স্মৃতি !!

          --------- এ এফ এম বাইতুল্লা
                             ২৫/০৪/২০১৯

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...