Monday, April 29, 2019

৭৪ : : সঙ্গোপনে

নির্জন-নিশীথে গগনে শশী
নিঝুম-নিরালা  নির্ঘুম আঁখি !
সুদূর-প্রান্তর আকাশে চেয়ে
দু-হাত বাড়ায়ে যায় কি ধেয়ে ?
মনে হয় ডানা যদি থাকতো-সে  তার
সেও বুঝি উড়ে যেতো আকাশে-মায়ায় ।
স্নিগ্ধ-বাসনা ছুঁয়ে কায়-মন
অঙ্গে বুলায় তার মিস্টি সমীরণ ,
উদ্ধে তুলে সে কর , মনে মনে কহে
এসোহে রূপপরী এসোহে গেহে ।
রূপপরী কহে হাসি ,
আসিনাই ভূমে !
আলোর-পরশে তোমায় ----
দিয়েছি চুমে !!
           --------- এ এফ এম বাইতুল্লা
                            ২৯/০৪/২০১৯

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...