Saturday, March 23, 2019

৭০ : : অনশন

এলোরে ফাগুন, দুয়ারে আগুন , লেগেছে দারুণ জোর
শীতঘুম ভেঙে প্রকৃতির বুকে , এসেছে নূতন ভোর ।
সব দেহ-প্রাণে এসেছে বসন্ত বেজেছে মাদলশোর
আসেনি বসন্ত অনশন রত ভাই-বোন যতো মোর ।।

প্রতিশ্রুতির বন‍্যা বয়েছে , কেটেছে ওদের ঘোর
ধর্মতলার চত্বরে তাই  করছেমরনপণ
নিজ অধিকার করতে সাকার ,চলবেই অনশন  ।।

লালরক্ত শহীদে-স্মরণে ,বসন্ত চিরসবুজ
বাবরীর গায়ে গেরুয়া রঙ, লেগে আছে অদ্ভুত !
আকাশে-বাতাসে নীল-সাদা  আজ  ডালহৌসি থেকে  নবান্নে 
ভিতরে ভিতরে বির্বণ আজ বেকারত্বের  অন্তরে  !!

এসো সবে আজ দিয়ে হাতে হাত
ওদের পাশে দাঁড়াই
রাজনীতি আর দম্ভের স্তম্ভে
আঘাত হানতে চাই ।।

                    ---------- এ এফ এম বাইতুল্লা

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...