যতই করিস মানা মানেনা সে মানা !!
যায় ভেসে যায় চলে খালে-বিলের জলে
দু-এক দিনের তরে যদি সে মায়ায় পড়ে
বাঁধে সে মায়ার ঘর পুকুর-নদীর চর ।
হয়তো জোয়ার এসে ভাসিয়ে-ভাসায়ে
ভাঙে সে মায়ার ঘর যখন যায় ভেসে দুই চর
যেমন কইর্যা কইন্যা আমার যায়সে পতির ঘর !!
স্রোতের পানে হেসে চোখের জলে ভেসে
ভাসিয়ে-ভাসায়ে
যেমন কইর্যা যায় সে চইল্যা সকল মাঁইয়্যা কাইটে
--------- --------- --- -------- ------- --------- ---------!!!
-----------এ এফ এম বাইতুল্লা
১৫/০৩/২০১৯
No comments:
Post a Comment