Saturday, March 16, 2019

৬৯ : : যায় সে ভেসে যায় !!

যত‌ই করিস মানা             মানেনা সে মানা !!
যায় ভেসে যায় চলে          খালে-বিলের জলে
দু-এক দিনের তরে            যদি সে মায়ায় পড়ে
বাঁধে সে মায়ার ঘর             পুকুর-নদীর চর ।
হয়তো জোয়ার এসে           ভাসিয়ে-ভাসায়ে
ভাঙে সে মায়ার ঘর             যখন যায় ভেসে দুই চর
যেমন ক‌ইর‍্যা ক‌ইন‍্যা আমার যায়সে পতির ঘর !!

স্রোতের পানে হেসে              চোখের জলে ভেসে
                        ভাসিয়ে-ভাসায়ে
যেমন ক‌ইর‍্যা যায় সে চ‌ইল‍্যা সকল মাঁইয়‍্যা কাইটে
---------  ---------  ---  --------  ------- ---------  ---------!!!

               -----------এ এফ এম বাইতুল্লা
                                     ১৫/০৩/২০১৯

No comments:

Post a Comment

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...