চোখ বুজলেই কালো !
নাকি কালো-গোলাপ ?
ঠিক বুঝছিনা-তো !
জিজ্ঞেস করতে ইচ্ছে হলো
উত্তরটি কোথায় পাই বলো ?
রাত-পাখিরা রাত আকাশে---
বন্ধ চোখের পাতা ,
কালো মেয়ের খবর নিতে---
আছেকি ?কোনো মানা ??
কালো গোলাপ , ওকালো গোলাপ
তুমি কোন বাগানে ফুটে ?
আগামী দিনে আসছি দেখো
তোমার ছোট্ট খেলাঘরে।
কালো মেয়ে ওকালো মেয়ে
তুমি চুপটি কেনো রও ?
কে তোমারে দুঃখ দিলে
একটু বলে যাও !
কালো গোলাপ , ওকালো গোলাপ
কালোতো তুমি নও
কালোর মাঝে আলো তুমি
একটু বুঝে নাও ।
আঁধার-রাতে কালোর বুকে
জ্বলে চাঁদের আলো
সেই আলোরি পরশ পেয়ে
ধন্য জগৎ জেনো ।
যারা তোমায় কালি বলে দিচ্ছে যন্ত্রনা !
কালীমায়ের প্রশস্তিতে, তাই দেবনা সান্তনা ।
বলবো আমি ওমেয়ে তুই,কালো হয়েই জ্বলো
নিজের মাঝে জ্বালিয়ে আলো,জগৎ আলো করো ।
বলবো আমি ওকালী তুই,কালো হয়েই জ্বলো
কালোর মাঝে জ্বালিয়ে আলো,জগৎ আলো করো ।।
--------- এ এফ এম বাইতুল্লা