Tuesday, April 30, 2019

: ৭৬ : কালো মেয়ে

চোখ বুজলেই কালো !
নাকি কালো-গোলাপ ?
ঠিক বুঝছিনা-তো  !
জিজ্ঞেস করতে ইচ্ছে হলো
উত্তরটি কোথায় পাই বলো ?

রাত-পাখিরা রাত আকাশে---
বন্ধ চোখের পাতা ,
কালো মেয়ের খবর নিতে---
আছেকি ?কোনো মানা ??

কালো গোলাপ , ওকালো গোলাপ
তুমি কোন বাগানে ফুটে ?
আগামী দিনে আসছি দেখো
তোমার ছোট্ট খেলাঘরে।

কালো মেয়ে ওকালো মেয়ে
তুমি চুপটি কেনো র‌ও ?
কে তোমারে দুঃখ দিলে
একটু বলে যাও !

কালো গোলাপ ,  ওকালো গোলাপ
কালোতো তুমি ন‌ও
কালোর মাঝে আলো তুমি
একটু বুঝে নাও ।

আঁধার-রাতে কালোর বুকে
জ্বলে চাঁদের আলো
সেই আলোরি পরশ পেয়ে
ধন‍্য জগৎ জেনো ।

যারা তোমায় কালি বলে দিচ্ছে যন্ত্রনা !
কালীমায়ের প্রশস্তিতে, তাই দেবনা সান্তনা ।
বলবো আমি ওমেয়ে তুই,কালো হয়েই জ্বলো
নিজের মাঝে জ্বালিয়ে আলো,জগৎ আলো করো ।

বলবো আমি ওকালী তুই,কালো হয়েই জ্বলো
কালোর মাঝে জ্বালিয়ে আলো,জগৎ আলো করো ।।

      --------- এ এফ এম বাইতুল্লা

Monday, April 29, 2019

৭৫ : : একদিন লেকে .....

একদিন বসে লেকে
জোড়া শালিখের ফিস-ফাস----
শুনি আসে-পাশে ,
নিশ্চুপ নিরালায় শান্ত ওমন
বাঁধা যায় না যখন !
আনমোন যায় ভেসে দূর থেকে দূরে
হঠাৎ এক আগন্তক কহে এসে
আপনি কি একা ?
আর যে দেখিনা !

নিরব কবি খোলে দুই আঁখি
কহে , ক‌ই আমি  একা ?
আছি আমি সদা
এই ঘাসফুল আর
কবিতা-খাতা ।।
                -----এ এফ এম বাইতুল্লা

৭৪ : : সঙ্গোপনে

নির্জন-নিশীথে গগনে শশী
নিঝুম-নিরালা  নির্ঘুম আঁখি !
সুদূর-প্রান্তর আকাশে চেয়ে
দু-হাত বাড়ায়ে যায় কি ধেয়ে ?
মনে হয় ডানা যদি থাকতো-সে  তার
সেও বুঝি উড়ে যেতো আকাশে-মায়ায় ।
স্নিগ্ধ-বাসনা ছুঁয়ে কায়-মন
অঙ্গে বুলায় তার মিস্টি সমীরণ ,
উদ্ধে তুলে সে কর , মনে মনে কহে
এসোহে রূপপরী এসোহে গেহে ।
রূপপরী কহে হাসি ,
আসিনাই ভূমে !
আলোর-পরশে তোমায় ----
দিয়েছি চুমে !!
           --------- এ এফ এম বাইতুল্লা
                            ২৯/০৪/২০১৯

Wednesday, April 24, 2019

৭৩ : : স্মৃতি

আজ পূর্ণিমাও নয় আবার অমাবস‍্যাও নয় !
তবুও আকাশটা থমথমে কেন ?
কিছু একটা মিরাকেল !?
চারপাশ নিকষ কালো অন্ধকার
হঠাৎ-ই মনের আকাশে চাঁদ
আর  একটা মেঘ ভেসে আসে
ঢেকে দেয় তার মুখ ।
বার-বার দেখি !
মনে করি , একবার জিজ্ঞাসি
কে তুমি ??
প্রত‍্যুত্তরে ভেসে আসে এক ক্ষীণ কণ্ঠধ্বনি !
আমি সেই------
ফেলে আসা অতীত স্মৃতি !!

          --------- এ এফ এম বাইতুল্লা
                             ২৫/০৪/২০১৯

Tuesday, April 2, 2019

৭২ : : উদাসী বসন্তে

বসন্তে বিকেল-------
আড়মোড়া ভাঙে ,
কেদারায়  দখিনা বাতায়নে
একটু মলয় বাতাস -------
তন্দ্রাচ্ছন্ন হ‌ই ।
হঠাৎ   ফোনকলে দূরাভাষ !
চোখ খুলি ,   ফোনটা হাতে নিই
আবার ও হারিয়ে যাই ----- ।
ফেলে আসা বসন্ত
এলো কে কোকিল ভুলে ?
মনের দুয়ার দিয়েছি খুলে
যে পথে আসে আর যায়
জানা-অজানায়-----
কত‌ই সে গান গায় !
অজানা কোকিল সুরে !!

            -------------- এ এফ এম বাইতুল্লা
                                    ০১/০৪/২০১৯

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...