Friday, September 21, 2018

৪৭ : প্রতিবাদ

যতবার তোরা ছুঁড়বি গুলি- - -
বুকেতে কিম্বা মাথায় ,
ততবার আমি উঠব জ্বলে - - -
গানে আর কবিতায় ।

যতবার তোরা ছুঁড়ে দিস বিষ - - -
দেশ ছাত্রী-যুবার মুখে
ততবার আমি কবিতায় গানে- - -
সাড়া জাগাব জনে-প্রাণে ।

যতবার তোরা ছুঁড়বি গ্ৰেনেড- - -
তাজা বোমা আর গুলি ,
তাজা তরুণের রক্তের বিনিময়ে - - -
উদিবে সে নূতন দিনের রবি ।।

               --------- এ এফ এম বাইতুল্লা
                                 ২২/০৯/২০১৮
                                   

Thursday, September 20, 2018

৪৬: অনেকটা সময় পেরিয়ে গেলো .......!

৪৬ : অনেকটা সময় পেরিয়ে গেল-------

অনেকগুলি বছর !

মনের মাঝে ঠুনকো বাসা -------

সেইবা ভাঙে ক‌ই !?

নয়ন তারায় ভালোলাগা-------

চুপ সাগরে র‌ই !

তোমার মাঝে বিশ্ব খুঁজি--------

কল্পলোকে র‌ই !!!

                     ---------এ এফ এম বাইতুল্লা
                                      ২০/০৯/২০১৮

Monday, September 17, 2018

৪৫ : মোনা

শরৎ মেঘে-মেঘে
আকাশ বুঝি সাজে
ঘন্টা-কাসর বাজে
দূর আকাশে চাইয়া মোনা ------
উদাস কেন মনে ?

ছোট্ট সে এক টিয়া
করছে কিঁয়া কিঁয়া
খাঁচায়বন্দী হয়ে -----
নাচায় পুচ্ছখানা ।

স্বপ্নে রঙিন ডানা
উড়তে যে তার মানা,
অনেক খানি পথ
যায় ভেসে তার রথ ।

সকাল দুপুর সাঁঝে
সে স্বপ্নে ডানা মেলে
মন পথিকের সনে
মোনা সদাই হাসে-লাজে ।

         -----------এ এফ এম বাইতুল্লা
                            ১৮/০৯/২০১৮

Tuesday, September 11, 2018

৪৪: মন ভালো নেই


তপ্ত দুপুরে , দাবদাহের ধুম
আহ্নিকান্তে নিশ্চিন্তে ঘুম ,
অপরাহ্নে আকাশের বুকে মেঘ
গোধূলিতে সিঁদুরকোটা রঙ ,
সন্ধ‍্যায় ,থমথমে বনবীথি
না ,না মন ভালো নেই !

দূরে ঐ দূরে মাঠের আল বরাবর
ক্রমশ সরু হয়েছে পথ
যেন কার রঙহীন সিঁথি !
মাঠ,বন সারি  সারি কাশফুল ফেলে
ছুটে চলে মন দূরে দূরে,পড়ন্ত রোদ্দুরে
না, না মন ভালো নেই !!

ক্রমে আঁধার নামে
বাতাসের মাঝে অশরীরি আসে
দূরে ঐ দূরে কোন আদুল গাঁয়ে
 কাদের মেয়ে ,স্বপ্নের মালা গাঁথে ?
না,না   মন ভালো নেই !
একদম মন ভালো নেই !!

ক্রমে ঘন হয় রাত ঘুম ঘুম ভাব
শুনি টুং টাং ধ্বনি ,আসছে আগমনী
পূজো পূজো ভাব ঠেলে কষ্ট-অভাব
বাঙালির ঘরে আনন্দ উপছে পড়ে ।
দূরে দূরে কাদের ঘরে ?
স্বদেশ-বিদেশ হতে কন‍্যা-সহোদর ফেরে ।

স্বদেশ ছেড়ে যারা ব‍্যস্ত বিদেশ-বিভুঁইয়ে
ব‍্যস্ত, বড় ব‍্যস্ত ,বড় ব‍্যস্ত জীবন !
কাজ আর কাজ ।
ভুলেছে দেশ-কোলকাতা
আর পূজো পূজো ভাব
না ,না ! মন ভালো নেই !

পূজা আসছে ,দেবী  আসছে
 সবাই ফিরেছে কি ! সব ঘরে ঘরে ?
 আলো জ্বলেছে কি  ? সব মন-প্রদীপে !
নাকি আলো জ্বলবে ,কিছু মন‌ও পুড়বে !
না না মন ভালো নেই !
একদম মন ভালো নেই ! !

                    ------------এ এফ এম বাইতুল্লা
                                        ১১/০৯/২০১৮

           

Thursday, September 6, 2018

৪৩ : বন্ধু এসো ফিরে --------

ওগো বন্ধু ,এসো ফিরে
মোর মনের গহন-গহীনে ।
দিনে-রাতে পাখি ডাকে
কলি ফোটে শাখে শাখে
ওগো বন্ধু ,এসো ফিরে
মোর মনের গহন-গহীনে ।।

পাখী উড়ে ঝাঁকে ঝাঁকে
শাখী নড়ে ঝোড়ো ঝড়ে
তুমি আছো মনে-প্রাণে
পাখী গাহে কুহতানে
ওগো বন্ধু ,এসো ফিরে
মোর মনের গহন-গহীনে ।।

                       -----------এ এফ এম বাইতুল্লা
                                          ০৬/০৯/২০১৮

Tuesday, September 4, 2018

৪২: ফিরে দেখা

অনেকগুলি বসন্ত পেরিয়ে - - -
কোয়েল আর বাসন্তির সোহেল
এখন অনেক অভিজ্ঞ
দুজনেই কথা বলে  ধীরে,
সূর্যাস্তে , পাখিরা যেভাবে ফেরে নীড়ে ।
হয়তো তারাও , স্মৃতির মালা গাঁথে ধীরে -ধীরে ।
ধূ ধূ প্রান্তরে ,চিক্ চিক্ করে বালি
স্মৃতির পাতায়, ভেসে ওঠা স্মৃতিকণাগুলি !
খাঁ খাঁ করে মন ,
তার মাঝে পোড়ে, অমূল‍্য-রতন !!

শূন‍্যে  উড়ন্ত কপোত
রেখেছে শপথ
"ভোলেনি তোমায়
চলেছে মনের ভুলে,
মনের বাঁধন খুলে
তোমায়  রেখেছে  তুলে
হৃদয়-সিংহাসনে "।।

তবে কেন তোর
চোখের কোণে জল ! ?
করছে ছলো-ছল
আজ মন বড় চচ্ঞল !!

                -----------এ এফ এম বাইতুল্লা
                                   ০৪/০৯/২০১৮

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...